ফিরলেন মুশফিকও
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
কাজ শেষ না করেই ফিরলেন মুশফিকুর রহিমও। মাদুশানকার বলে বোল্ড হয়ে গেলেন সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৩ বলে ১০ রান করে গেলেন মুশফিক। এসেছেন হৃদয়। জয়ের জন্য আর লাগে ৭০ বলে ২৫ রান।
এবার ম্যাথিউসের শিকার শান্ত
পরপর দুই ওভারে ৮০-পেরোনো দুই থিতু ব্যাটসম্যানকে ফেরালেন ম্যাথিউস। ক্রস সিমের ডেলিভারিতে আলতো করে খেলতে গিয়ে স্টাম্পে বল টেনে এনেছেন শান্ত। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে দাঁড়িয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে। সর্বশেষ ৮ বলে কোনো রান দেননি ম্যাথিউস, নিয়েছেন ২ উইকেট। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬৯ রান।
সেঞ্চুরি পেলেন না সাকিব
সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরির দেখা পেলেন না সাকিব। তার বিদায়ে ভাঙল তৃতীয় উইকেটে ১৪৯ বলে ১৬৯ রানের দুর্দান্ত জুটি।
ম্যাথিউসের বলে লিডিং এজ হয়ে আউট হয়ে গেলেন সাকিব। ৬৫ বলে ১২টি চার ও ২ ছক্কায় ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।
জয়ের জন্য ১৮.২ ওভারে আর ৭০ রান দরকার বাংলাদেশের।
সাকিব-শান্ত জুটিতে ছুটছে বাংলাদেশ
রাজিতাকে পুল করে চার মেরেছেন নাজমুল। তাতে হয়েছে ১৫০ রানের জুটি। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার দেড়শ রানের জুটি পেল বাংলাদেশ।
পরের বলে ফ্লিক করে ছক্কা মেরেছেন সাকিব। পঞ্চম বলে সোজাসুজি আরেকটি চার। শেষ বলে এক হাত ছেড়ে দিয়ে টেনে ওভারের তৃতীয় চারটি মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ওভারে উঠেছে ১৯ রান। বাংলাদেশ ৩০ ওভারে ২০৬/২।
ঝড় তুলে থামলেন লিটনও
কাসুন রাজিতার ওপর চড়াও হয়েছিলেন লিটন দাস। পরপর ২ বলে ২টি ছক্কা মারেন তিনি। তবে দ্বিতীয় ছক্কাটি মারার পরই আবার পায়ে টান পড়ে লিটনের।
লিটন অবশ্য ব্যাটিংয়ের পর প্রস্তুতও হন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকলেন না। পরের ওভারে মাদুশঙ্কা করেছেন দারুণ এক ইয়র্কার, সেটি গিয়ে লাগে লিটনের বুটে। আম্পায়ার মারাই এরাসমাস আউট দিতে বেশি সময় নেননি। লিটনও রিভিউ করেননি। সপ্তম ওভারের মধ্যে নেই দুই ওপেনার।
সবশেষ স্কোর: ১০ ওভারে ৫৭/২
এবারও ব্যর্থ তানজিদ
ব্যাট হাতে ব্যর্থতার ধারা অব্যহত রেখেছেন তানজিদ হাসান। এবার মাদুশানকার বলে হাকাতে গিয়ে সোজা আকাশে তুলে হয়েছেন ক্যাচ আউট।
তৃতীয় ওভারের প্রথম বলে ১৭ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এই ওভারেই ফিরতে পারতেন লিটন দাসও। কিন্তু ডিপ ফাইন লেগে ক্যাচ দিতে পারেননি কুসল পেরেরা। স্কোর: ২.৫ ওভারে ২২/১
আসালাঙ্কার শতকে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য
চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি ইনিংসে ভর করে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮০ রান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের ৩ বল বাকি থাকতে গুটিয়ে দেয় বাংলাদেশ। ততক্ষণে লড়াইয়ের জন্য ২৭৯ রানের বড় পুঁজি পেয়ে গেছে লঙ্কানরা।
ক্যারিয়ারের দ্বিতীয় শতকে ১০৫ বলে ১০৮ রান করেন আসালাঙ্কা। এছাড়া ওপেনার পাথুম নিশানকার ৩৬ বলে ৪১ ও সাদিরা সামারাবিক্রমার ৪২ বলে ৪১ রান দলকে বড় সংগ্রহের পথে রাখে।
৯.৩ ওভারে ৫২ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম। বিশ্বকাপ অভিষেকে তানজিম হাসান সাকিব ৩ উইকেট নিলেও ১০ ওভারে গুনতে হয়েছে ৮০ রান। ৫৭ রানে ২টি নেন সাকিব আল হাসান।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউট হওয়া। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার হলেন টাইমড আউটের শিকার।
ব্যাটিং শুরু করার আগে হেলমেট পরতে গিয়ে দেখেন বেল্ট ছেড়া। নতুন হেলমেটের অপেক্ষায় ছিলেন সদ্যই উইকেটে আসা ম্যাথিউস। নিয়ম অনুযায়ী নতুন ব্যাটারকে বল ফেস করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে। সেটা অতিক্রম করায় বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউসকে টাইমড আউট দিয়ে দেন আম্পায়ার। এমন আউট মানতে পারেননি ম্যাথিউস। মাঠের বাইরে বেরিয়েই হেলমেট ছুড়ে ফেলে দেন এই অলরাউন্ডার।
প্রথম ওভারেই উইকেটের পিছনে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফেরেন কুসল পেরেরা। শরিফুলের হাত ধরে প্রথম ওভারেই সফলতা পায় বাংলাদেশ।
ওভারের শেষ বলটি অফস্টাম্পের অনেক বাইরে করেছিলেন শরিফুল। হাঁকিয়েছিলেন পেরেরা। বল ব্যাটের কানায় লাগে। প্রথম স্লিপে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সুপার ম্যানের মত বামে লাফিয়ে তার মুখের সামনে থেকে এক হাতে ক্যাচ লুফে নেন মুশফিক। টুর্নামেন্টের সেরা ক্যাচ বললেও হয়ত বাড়িয়ে বলা হবে না।
বোলিংয়ে এসেই দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৬১ রানের জুটি ভাঙেন সাকিব। লং অনে কুসল মেন্ডিসের দারুণ ক্যাচ নেন শরিফুল। পরের ওভারে নিশানকাকে ইনসাইড এজ বোল্ড করে দেন বিশ্বকাপে প্রথম খেলতে নামা তানজিম হাসান সাকিব।
এরপর সাদিরা আর আসালাঙ্কার চতুর্থ উইকেট জুটি যোগ করে ৬৯ বলে ৬৩ রান। সাদিরাকে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর সহজ ক্যাচে পরিণত করেন সাকিব।
এরপরই ম্যাথিউসের সেই আউট। ম্যাথিউসের টাইমড আউটের ধাক্কা সামলে দারুণভাবে দলকে এগিয়ে নেন আসালাঙ্কা ও ধানাঞ্জয়া ডি সিলভা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ধনাঞ্জয়াকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ৮২ বলে ৭৮ রানের জুটি ভাঙেন মিরাজ। ৩৬ বলে ৩৪ রান ধনাঞ্জয়ার। এর আগেও দুটি ফিফটি জুটি পায় লঙ্কানরা।
মাহিশ থিকশানাকে নিয়ে ৪৮ বলে ৪৫ রানের আরেকটি জুটিতে নেতৃত্ব দেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত এই ব্যাটার ফেরেন ৪৯তম ওভারে তানজিমের বলে বাউন্ডারিতে লিটনের ক্যাচে পরিণত হয়ে। এক বল পরে রাজিথার উইকেটও প্রায় একই কায়দায় পেয়ে যান তানজিম।
বাংলাদেশের হয়ে উইকেটের দেখা পাননি কেবল তানকিন আহমেদ। তবে সবচেয়ে কম রান দিয়েছেন তিনিই। ১০ ওভারে রান দেন ৩৯। ইনিংসের একমাত্র মেডেন ওভার তারই।
এ পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর টানা ছয় ম্যাচ হেরেছে টাইগাররা। দলটির জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার জন্য। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল নিয়ে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২৭৯ (নিশানকা ৪১, পেরেরা ৪, মেন্ডিস ১৯, সাদিরা ৪১, আসালাঙ্কা ১০৮, ম্যাথিউস ০, ধনাঞ্জয়া ৩৪, থিকশানা ২২, চামিরা ৪, রাজিথা ০, মাদুশানকা ০*; অতিরিক্ত ৬; শরিফুল ৯.৩-০-৫২-২, তাসকিন ১০-১-৩৯-০, তানজিম ১০-০-৮০-৩, সাকিব ১০-০-৫৭-২, মিরাজ ১০-০-৪৯-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত