ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

হৃদয়-ইমনের সেঞ্চুরি, অলরাউন্ডার নৈপূণ্যে উজ্জ্বল সাকিব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৭ এএম

ছবি: বিসিবি

তাওহিদ হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। ছয় ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দিনে হারের বেদনায় পুড়তে হয়েছে পারভেজ হোসেন ইমনকে। দারুণ অলরাউন্ডার নৈপূণ্যে দলকে জিতিয়েছেন সাকিব আল হাসান।

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আবাহনী ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।

নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯৩ রানে ৩ উইকেট হারানো আবাহনীকে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২০ রানের সংগ্রহ এনে দেন জাকের আলি-হৃদয় ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৩টি চার ও ৫টি ছক্কায় জাকের ৭৮ রানে ফিরলে, ১১টি চার ও ৬টি ছক্কায় ৮৪ বলে অনবদ্য ১২৫ রান করেন হৃদয়। মোসাদ্দেক ২৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

জবাবে আবাহনীর বোলারদের দারুন বোলিংয়ে ৪৩ দশমিক ২ ওভারে ১৮০ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। আবাহনীর নাহিদুল ইসলাম ও মোসাদ্দেক ৩টি করে উইকেট নেন।

৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। অন্যদিকে, ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে রূপগঞ্জ টাইগার্স।

এদিকে, দিনের অন্য ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনফর্ম ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে প্রাইম ব্যাংক। লিগে ৬ ম্যাচে তৃতীয় সেঞ্চুরির ইনিংসে ৬টি করে চার-ছক্কায় ১১১ বলে ১১০ রান করেন ইমন। অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৮৩ বলে ৬৫ রান।

বৃষ্টি আইনে ৪৭ ওভারে ২৭২ রানের নতুন টার্গেটে খেলতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন ৭৮, আরিফুল ৪৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪২ রানে লড়াইয়ে থাকে মোহামেডান। তাদের বিদায়ের পর আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বির ঝড়ো ইনিংসে শেষ ওভারে জয় পায় মোহামেডান। 

রনি ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৫৪ এবং ৩টি চার ও ২টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৮ রান করেন রাব্বি।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো মোহামেডান। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থস্থানে থাকলো প্রাইম ব্যাংক।

বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ৫৩ ও জিয়াউর রহমানের ৫৫ রানে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৩ রান করে শেখ জামাল।

জবাবে বৃষ্টি আইনে ৪৫ ওভারে ২৩২ রানের টার্গেটে ১৯২ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মঈন খান। শেখ জামালের মৃত্যুঞ্জয় ৩টি, সাকিব ১৪ রানে ২ উইকেট নেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
 ৫০ ওভারে ২৭৯ (তামিম ৬৫, পারভেজ ১১০, সাব্বির ৩৯, মিঠুন ১, নাঈম ০, মেহেদি ১, অলক ১৭, নাজমুল ০, হাসান ২, আশিকুর ১৯*, সাকলাইন ৩; আবু হায়দার ৯-১-৪২-১, আরিফুল ইসলাম ১০-১-৪২-০, নাসুম ৯-০-৩৫-২, মাহমুদউল্লাহ ৯-০-৪৭-১, কামরুল ৭-০-৫২-১, আসিফ ৩-০-২৮-১, আরিফুল হক ৩-০-২০-৩)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: (লক্ষ্য ৪৭ ওভারে ২৭২) ৪৭ ওভারে ২৭৫/৯ (প্রান্তিক ১, রনি ১২, ইমরুল ০, মাহিদুল ৭৮, আরিফুল ইসলাম ৪৫, মাহমুদউল্লাহ ৪২, আরিফুল হক ৭, আবু হায়দার ৫৪, নাসুম ০, কামরুল ২৮*, আসিফ ০*; নাজমুল ১০-০-৫৩-২, হাসান ১০-১-৬৩-২, আশিকুর ৯-১-৫৪-২, সাকলাইন ৯-০-৩২-২, মেহেদি ৮-০-৫৮-১, অলক ১-০-১৩-০)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: 
আবু হায়দার।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেড

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী লিমিটেড: 
৫০ ওভারে ৩২০/৪ (এনামুল ২৪, নাঈম ৩১, জাকের ৭৮, আফিফ ৭, হৃদয় ১২৫*, মোসাদ্দেক ৪৩*; সালমান ৭-০-৫৫-০, মানিক ১০-০-৭৬-০, সোহাগ ১০-২-৫৮-১, মামুন ৬-০-৪১-১, গালিব ৪-০-১৮-০, হাশিম ১০-০-৫১-১, সালমান ইমন ৩-০-২১-০)

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৪৩.২ ওভারে ১৮০ (মামুন ১৭, মাহফিজুল ৪৮, আইচ ০, ফরহাদ ২৯, শামসুর ৩৯, গালিব ০, সোহাগ ২, সালমান ইমন ১২, হাশিম ১২*, মানিক ০, সালমান ০; তাসকিন ৭-১-২৫-১, সাইফ উদ্দিন ৭-১-৩০-২, তানভির ১০-০-৪৫-১, তানজিম ৭-১-২৮-০, নাহিদুল ১০-১-৩৭-৩, মোসাদ্দেক ১.২-০-৩-৩, আফিফ ১-০-১-০ )

ফল: আবাহনী লিমিটেড ১৪০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: 
তাওহিদ হৃদয়।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-শেখ জামাল ধানমন্ডি ক্লাব

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: 
৫০ ওভারে ২৩৩ (সাইফ ২৮, সৈকত ২৪, সাকিব ৫৩, ফজলে মাহমুদ ১৪, সোহান ১১, ইয়াসির ৫, তাইবুর ২৫, জিয়াউর ৫৫, মৃত্যুঞ্জয় ১, রিপন ৪, টিপু ১*; রুয়েল ১০-০-৫৪-৩, গাফফার ১০-০-৩১-৩, পারভেজ ১০-১-৪২-০, মাহফুজুর ৭-১-৩৪-২, মইন ১০-০-৩৭-০, আনিসুল ৩-০-২৮-১)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: (লক্ষ্য ৪৫ ওভারে ২৩২) ৪২.২ ওভারে ১৯২ (আনিসুল ২২, হাবিবুর ১, মেহেদি ৩৫, সাব্বির ১, প্রিতম ১১, আল আমিন ১, মাহফুজুর ১, মইন ৪২, পারভেজ ৩২, গাফফার ২২, রুয়েল ৯*; জিয়াউর ৮-০-৪২-১, রিপন ৭.২-০-৪৪-১, সাকিব ৯-১-১৪-২, মৃত্যুঞ্জয় ৭-০-৪১-৩, সাইফ ৩-১-৮-১, টিপু ৩-০-২০-০, তাইবুর ৫-১-১৮-২)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত