‘ডেথ ওভারে’ এখনও ভংঙ্কর মুস্তাফিজ
২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম
প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তখন মনে হচ্ছিল, আজ বোধহয় বেশ খরুচেই হতে চলেছেন মুস্তাফিজুর রহমান। তবে ‘ডেথ ওভারে’ নিজের শেষ স্পেল করতে এসে দারুভাবে ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিলেন গুজরাট টাইটানসের দুই হার্ড হিটার রশিদ খান আর রাহুল তেওয়াটিয়ার উইকেট। এর আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিতল ৬৩ রানে। আইপিএলে মাত্র তৃতীয় মৌসুম খেলতে নামা গুজরাটের এটাই রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার। আগের বড় হারটি ছিল ২৭ রানে, গত বছর মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর গতপরশু গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস। গত বছর আইপিএল ইতিহাসের দীর্ঘতম ফাইনালে (বৃষ্টির কারণে ম্যাচ ৩য় দিনে গড়িয়েছিল) এই গুজরাটকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। এবার দুই দলেরই অধিনায়ক বদলেছে; বদলায়নি ম্যাচের ফল। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিবম দুবের ঝোড়ো ফিফটিতে ২০৬ রান করেছিল চেন্নাই। পাহাড় টপকাতে নেমে মুস্তাফিজ-দেশপা-ে-চাহারদের দারুণ বোলিংয়ে গুজরাট থেমেছে ৮ উইকেটে ১৪৩ রানে।
চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ বলেই নিয়েছিলেন ৪ উইকেট। তবে আজ শুরুর দিকে মোস্তাফিজের বোলিং নির্বিষ মনে হলেও শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তার দুর্বোধ্য সেøায়ার ও কাটা সামলাতে পারেননি। প্রায় অসম্ভব সমীকরণ মেলাতে গিয়ে মুস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রশিদ ও তেওয়াটিয়া। দুজনেই ধরা পড়েছেন রাচিন রবীন্দ্রর হাতে। ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে উইকেটশিকারিদের তালিকায় শীর্ষেই থাকলেন মুস্তাফিজ।
অন্যদিকে ডেথ ওভার বিশেষজ্ঞ পাতিরানাও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার বল করে রান দিয়েছেন ২৯, উইকেট নিয়েছেন ১টি। এর মধ্যে শেষ দুই ওভারে রান দিয়েছেন ১৫। অর্থাৎ ডেথ ওভারে এই দুই ফাস্ট বোলার ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন। এ কারণেই দুজনকে একসঙ্গে দলে চান ইরফান ও মুডি। গুজরাট ম্যাচের একাদশ থেকে বাদ পড়া মহীশ তিকশানা কার জায়গায় একাদশে ফিরতে পারবেন, এমন প্রশ্নে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে মিচেল ম্যাকলেনাহান বলেছেন, ‘সে হয়তো ফিরবে। তবে এই মুহূর্তে যে উইকেট দেখছি, তাতে মনে হচ্ছে না সে এখনই ফিরবে। মুস্তাফিজুর শেষ দিকে যে দুটি সেøায়ার বল করেছে, দুর্দান্ত ছিল। উইকেটেও খুব বেশ সহায়তা ছিল না। পাতিরানাও খুব জোরে বল করেছে আজ (গতপরশু)।’
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান বলছেন, ‘কোনো না কোনোভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন দুজনেই খেলতে পারে। যদি দুজন না খেলে তাহলে ডেথ ওভারে একজন ভালো করবে, অন্য প্রান্ত থেকে একজনকে মিস করতে হবে। যদি মুস্তাফিজ বা পাতিরানার মধ্যে যেকোনো একজনকে খেলানো হয়, তাহলে শেষে তুষার দেশপান্ডেকে খেলাতে হবে, যার ইকেনমি ১০ এর বেশি বা কাছাকাছি।’ অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ মুডিও মনে করছেন একাদশে এই দুই পেসারই থাকবেন, ‘তিকশানা আবার দলে ফিরবে, তবে মনে হয় না সেটা দুই পেসারের কারও পরিবর্তে। তারা ভারতের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে। এমএস, জাদেজা তো উইকেটে সময়ই পাচ্ছে না। এটি নিশ্চিতভাবেই তাদের বোলিংকে সত্যিকারের হুমকিতে পরিণত করবে।’
মুস্তাফিজদের পরের ম্যাচে ৩১ মার্চ, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, তাদের মাটিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত