সিলেট ঝলকে মুমিনুল-খালেদের উন্নতি
২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১২:০৬ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে দল বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মুমিনুল হক। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে খালেদ আহমেদের। গতকাল আইসিসি প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে আছেন মুমিনুল। বোলারদের মধ্যে ৯ ধাপ এগিয়েছেন পেসার খালেদ। ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে খালেদ এখন ৮৯তম স্থানে।
লঙ্কানদের সঙ্গে প্রথম টেস্টে কোনো লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। ৩২৮ রানে হেরে যাওয়া ওই ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকদের কেউ ফিফটিও করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে একমাত্র পঞ্চাশ ছোঁয়া ইনিংস আসে মুমিনুলের ব্যাট থেকে। চারে নেমে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। ব্যাটিং ব্যর্থতার এই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ০ রান করা লিটন দাস ৭ ধাপ নিচে নেমে এখন যৌথভাবে ২৪তম স্থানে। অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।
র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি (১০২ ও ১০৮) করা ধানাঞ্জায়া ডি সিলভা। ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ক্যারিয়ার সেরা চতুর্দশ স্থানে। দুই ইনিংসে ১০২ ও ১৬৪ রান করা কামিন্দু মেন্ডিস পুনরায় র্যাঙ্কিংয়ে ঢুকেছেন, আছেন ৬৪তম স্থানে।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ তিন স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বর ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। সিলেট টেস্টে ৭ উইকেট নেওয়া বিশ্ব ফার্নান্দোর অগ্রগতি ৭ ধাপ, অবস্থান ৪৩তম। প্রথম ইনিংসে তিনটির পর দ্বিতীয়ভাগে পাঁচ উইকেট নেওয়া কাসুন রাজিথা ৬ ধাপ এগিয়ে এখন ৩৮ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা। এই তালিকায় এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ চতুর্দশ স্থানে। সাকিব আল হাসান আছেন তিনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি