সেঞ্চুরিতে তামিমের আরো কাছে বিজয়
৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম
জাতীয় দলে থিতু হলে না পারলেও ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় বরাবরই সেরা পারফরমারদের একজন। এবার যদিও ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা তার ভালো হয়নি। তবে ঠিকই স্বরূপে ফিরে অভিজ্ঞ ব্যাটসম্যান উপহার দিলেন অপরাজিত সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তিনি আরেকধাপ এগিয়ে গেলেন সবার ওপরে থাকা তামিম ইকবালের কাছে।
জাতীয় দলের ব্যস্ততা শেষ করে আবাহনীতে যোগ দেওয়ার পর তিন ম্যাচ হাসেনি বিজয়ের ব্যাট। অবশেষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনি পেলেন রানের দেখা। অপরাজিত সেঞ্চুরিতে অভিজ্ঞ ওপেনার জেতালেন দলকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে ভেজা আউটফিল্ডের কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটের জয় পায় আবাহনী। ২০৫ রানের লক্ষ্য ৬৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। সাত ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে চার জয়ে ছয় নম্বরে গাজী গ্রুপ। ৭ চার ও ৪ ছক্কায় ১১৮ বলে ১০৭ রানের ইনিংস খেলেন এনামুল। ২০৩ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ১৯তম সেঞ্চুরি এটি। এই সংস্করণে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি সংখ্যায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু তামিম (২২টি)।
এদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২০০ রানের পুঁজি নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ রানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের রাউন্ডে ব্যাট হাতে দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া কামরুলের কাঁধে এবার পড়ে শেষ ওভারে বল হাতে জেতানোর দায়িত্ব। নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করে সাত ম্যাচে মোহামেডানের ষষ্ঠ জয় নিশ্চিত করেন অভিজ্ঞ পেসার। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে তারা। সমানসংখ্যক ম্যাচে শেখ জামালের দ্বিতীয় পরাজয় এটি। তাদের অবস্থান চতুর্থ।
এছাড়া, চার জয়ে লিগে যাত্রা শুরুর পর জোড়া পরাজয়ে ধাক্কা খায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শিরোপা প্রত্যাশী দলটিকে সপ্তম রাউন্ডে জয়ে ফেরালেন নাজমুল ইসলাম। ৫ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনার গড়ে দেন জয়ের ভিত। বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। ১৬৬ রানের লক্ষ্য ৩৪.৫ ওভারে ছুঁয়ে ফেলে তামিম ইকবালের দল। পাওয়ার প্লেতে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিংয়ের মেরুদ- ভেঙে দেন নাজমুল। সব মিলিয়ে ৪৪ রানে তিনি নেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩২ বছর বয়সী স্পিনারের পঞ্চম ৫ উইকেট এটি। লিগের সাত ম্যাচে এখন পর্যন্ত তার শিকার ১৬ উইকেট। মারুফ মৃধার সঙ্গে যৌথভাবে উইকেটের তালিকায় শীর্ষে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।
১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠেছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে রূপগঞ্জের পয়েন্টও সমান ১০। নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান পঞ্চম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত