জয়কে হারিয়ে দিন শেষ করল বাংলাদেশ
০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১১ ঘণ্টা ব্যাট করে ৫৩১ রানের পাহাড়ে চড়ে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানরা যখন অলআউট হয়, তখন দিনের বাকি ছিল আর ১৯ ওভার। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫ ওভার ব্যাট করে ম্যাচের দ্বিতীয় দিন পাড় করেছে। তবে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে উইকেট হারিয়ে স্বাগতিকদের অস্বস্তি বাড়ান ওপেনার মাহমুদুল হাসান জয়। তার আউটে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। ফলে স্বাগতিকরা এখনও ৪৭৬ রানে পিছিয়ে আছে। দ্বিতীয় দিনের শেষ ঘণ্টার ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। নিজেদের ওপর চাপ কমানোর জন্যই দ্রুতগতিতে রান তোলায় মনোযোগী ছিলেন আরেক ওপেনার জাকির হাসান। স্বাচ্ছন্দ্যে ব্যাট করে তিনি লঙ্কান বোলারদের চাপে ফেলেন। জাকিরের সঙ্গে ধীরে ধীরে তাল মেলানোর চেষ্টা করেন মাহমুদুল হাসান জয়ও। তবে বেশি দূর যেতে পারেনি এই জুটি। জয়-জাকির জুটি ভাঙে ইনিংসের ১৩তম ওভারে। এই ওভারের তৃতীয় বলে লাহিরু কুমারার বলে বোল্ড হন জয়। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে ৩ চারের মারে করেন ২১ রান। দলীয় ৪৭ রানে জয়ের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে চব্যাট করতে নামেন বোলার তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে আর কোনো অঘটনের শিকার হয়নি স্বাগতিকরা। জাকির হাসান ৩৯ বলে ৫ চারের মারে ২৮ ও তাইজুল ইসলাম ৯ বলে ০ রানে অপরাজিত আছেন। লাহিরু কুমারা মাত্র ৪ রানে পান একমাত্র উইকেটটি।
এর আগে শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে। চান্দিমাল ৩৪ ও ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। কাল নিজেদের প্রথম ইনিংসে বাকি ছয় ব্যাটারকে হারিয়ে আরও ২১৭ রান যোগ করে সফরকারীরা। চলমান দ্বিতীয় টেস্টেও রানের পসরা সাজিয়েছে লঙ্কানরা। এতে অবশ্য বড় ভূমিকা ছিল বাংলাদেশ দলের বোলার ও ফিল্ডারদের। অবিশ্বাস্য সব ক্যাচ হাতছাড়া করে তারা লঙ্কান ইনিংস বড় করতে সহায়তা করেন! প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে রেকর্ড গড়ে পাঁচশ ছাড়ানো সংগ্রহ পেলেও লঙ্কান ব্যাটারদের মধ্যে কেউই সেঞ্চুরির দেখা পাননি। তাদের হয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৬ জন ব্যাটার। এদের মধ্যে কুশল মেন্ডিস,কামিন্দু মেন্ডিস ও দিমুথ করুণারতেœ সেঞ্চুরির কাছাকাছি থেকেও নিজেদের সংগ্রহ তিন অংকের ঘরে নিতে পারেননি। এর মাধ্যমেই সেঞ্চুরিবিহীন এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ধনাঞ্জয়া ডি সিলভার দল।
এই ম্যাচের আগে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টেস্টের এক ইনিংসে ৫২৪ রান করেছিল। যা ছিল কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়া টেস্ট ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এবার তা টপকে আরও ৭ রান বেশি করেছেন লঙ্কান ব্যাটাররা। সবমিলিয়ে ১১ ঘণ্টায় তারা ১৫৯ ওভার ব্যাট করেন তারা। প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাটে। তিনি ১৫০ বল খেলে ১১ চার ও ১ ছক্কায় এই সংগ্রহ পেয়ে সাকিব আল হাসানের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন। নার্ভাস নাইন্টিতে আউট হওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটারা কামিন্দু মেন্ডিস। ১৬৭ বলে ৭ চার ও ২ ছয়ের মারে তিনি ৯২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া অর্ধশতক পান আরও চার ব্যাটার। যথাক্রমে বড় পুঁজি গড়তে অবদান রাখেন দিমুথ করুণারতেœ ৮৬ (১২৯ বল), ডি সিলভা ৭০ (১১১ বল), দিনেশ চান্দিমাল ৫৯ (১০৪ বল) ও নিশান মাদুশকা ৫৭ (১০৫ বল) রান। বাংলাদেশের হয়ে ১১০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট পান সাকিব আল হাসান। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ ৯২ রান খরচায় পান ২টি উইকেট। লঙ্কার রানপাহাড় টপকানোর মিশনে আজ সকালে ম্যাচের তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত