বোলারদের জন্য ‘হেল্প’ চাইলেন হেম্প
০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
প্রভাত জয়াসুরিয়ার ব্যাটের কানায় লেগে প্রথম সিøপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে এলো বল। পারলেন না ধরতে। হাত ফসকে গেল দ্বিতীয় সিøপে। সেখানে দাঁড়ানো শাহাদাত হোসেন দিপু অনেকটা ভলিবলের মতো করে উপরে ছুঁড়লেন বলটি। তৃতীয় সিøপ থেকে ঝাঁপিয়ে তা ধরতে গিয়েও পারেননি জাকির হাসান। ক্ষণিকের জন্য চট্টগ্রাম টেস্ট পরিণত হলো ভলিবল ম্যাচে। তাতে আবারও আলোচনায় টাইগারদের ক্যাচ মিস।
গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ৫৫ রান। ৪৭৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রান করে অলআউট হয় লঙ্কানরা। তবে এই পুঁজি হয়তো আরও অনেক ছোট হতে পারতো। ১০ ব্যাটারকে আউট করতে গিয়ে সাতটি সহজ ক্যাচ ছেড়েছেন টাইগাররা। সঙ্গে রয়েছে রানআউট হাতছাড়া করার আক্ষেপও।
এদিন শুরুতেই ক্যাচ মিস করে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে জীবন দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তখন লঙ্কান অধিনায়ক ব্যাটিং করছিলেন ২৫ রানে। এরপর আরও ৪৫ রান যোগ করে আউট হয়েছেন ৭০ রানে। আর হাসান মাহমুদের হাতে ব্যক্তিগত ৬০ রানে জীবন পেয়েছেন কামিন্দু মেন্ডিসও। তাকে শেষ পর্যন্ত আউট করাই যায়নি। এক প্রান্ত আগলে রেখে খেলেছেন হার না মানা ৯২ রানের ইনিংস। আর প্রভাত জয়াসুরিয়া তো একাই পেয়েছেন দুইটি জীবন। তার একটি ধরতে গিয়ে চেষ্টা করেছেন তিন জন। তিনজনই ব্যর্থ। যা ক্রিকেটের বিরল এক দৃশ্যই বটে। অথচ বলটি সরাসরি গিয়েছিল অধিনায়ক শান্তর হাতে। এরপর তার হাত ফসকে যখন শাহাদাতের কাছে বল যায়, তা লুফে নেওয়া ছিল আরও সহজ। এরপর লিটন দাসও নষ্ট করেন তাকে ফেরানোর সুযোগ। তিনি খেলেছেন তার ক্যারিয়ার সেরা ইনিংস।
জীবন পেয়ে এদিন এই তিন ব্যাটার যোগ করেছেন মোট ১১০ রান। আগের দিন জীবন পেয়ে মোট ১২৫ রান যোগ করেছিলেন নিশান মাদুশকা, দিমুথ করুনারতেœ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। অর্থাৎ ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারলে ২৩৫ রান কম হতেও পারতো শ্রীলঙ্কার।
অথচ চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। এমন উইকেটে একটি সুযোগ তৈরির জন্য কতো কাঠখড়ই না পোড়াতে হয় বোলারদের। তাদের জন্য কঠোর পরিশ্রমের কথা ভেবেও এই সকল ক্যাচ লুফে নেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘আমরা এটা (ক্যাচ নেওয়ার দুর্বলতা) অস্বীকার করতে পারি না। এটা স্পষ্টতই ঘটছে। আমরা কিছু কাজ করছি। কেউ ক্যাচ মিস করতে চায় না কিন্তু বোলাররা যখন সুযোগ তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে, আপনাকে সেই সুযোগগুলো নিতে হবে।’
ভালো ফিল্ডার হতে অনুশীলনের বিকল্প দেখছেন না এই কোচ, ‘একজন সিøপ ফিল্ডার হওয়া কঠিন কাজ। এর অনেকটাই প্রতিক্ষিত এবং প্রত্যাশিত। প্রতিটা বল আপনার কাছে আসবে বলে আশা করতে হবে। আপনি যদি সেই মানসিকতা না থাকে তাহলে জীবন কিছুটা কঠিন করে ফেলে। আপনি যত বেশি অনুশীলন করবেন, ম্যাচের পরিস্থিতিতে আপনি নিজেকে আরও ভালো অবস্থানে দেখছেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত