মিরাজের লড়াইয়ের পরও বড় ব্যবধানে হার
০৩ এপ্রিল ২০২৪, ১১:৩১ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৭ এএম
পরাজয়ের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগেই। শ্রীলঙ্কাকে অপেক্ষায় রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের শেষ দিন তিনি আগ্রহের বিষয়ে পরিণত হন সেঞ্চুরি পান কিনা। সঙ্গীর অভাবে তিন অঙ্কের দেখা পাননি এই লোয়ার-মিডলঅর্ডার। প্রথম সেশনেই হাতের ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকেও।
৫১১ রানে ‘অসম্ভব’ লক্ষ্যে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৮৫ ওভারে ৩১৮ রানে। ১৯২ রানে ম্যাচ জয়ের সাথে দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা।
১১০ বলে ১৪টি চারে ৮১ রানে অপরাজিত থেকে যান ৪৪ রান নিয়ে দিন শুরু করা মিরাজ।
নিজেদের প্রথম ইনিংসে ছয় ব্যাটারের ফিফটিতে ৫৩১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে স্রেফ ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৫৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কানরা ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। বাংলাদেশকে দেয় ৫১১ রানের লক্ষ্য। যে লক্ষ্য তাড়ায় কোনো দলেরই জয়ের রেকর্ড নেই।
বাংলাদেশের লড়াইটা তাই ছিল হারের ব্যবধানটা কমানোর। সেই লক্ষ্যে ব্যাট হাতে ভালো শুরু পান প্রায় প্রত্যেকেই। কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারেন কেবল মুমিনুল হক (৫০) ও মিরাজ।
স্বপ্নের মতো সিরিজ কাটানো কামিন্দু মেন্ডিস ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও। সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি উপহার দেওয়া এই ব্যাটার এবার প্রথম ইনিংসে করেন অপরাজিত ৯২ রান। এরপর বল হাতে নেন ৩২ রানে ৩ উইকেট।
সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের ৩৩টিই নিয়েছেন লঙ্কান পেসাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কান পেসারদের এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
২০১৪ সালে ইংল্যান্ড সফরের দুই ম্যাচে ২৯ উইকেট নিয়েছিলেন শামিন্দা ইরাঙ্গা, নুয়ান প্রদিপ, ধামিকা প্রাসাদরা।
পঞ্চম দিন ১৮ ওভারে ৫০ রান যোগ করতে পারে বাংলাদেশ। দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন তাইজুল ইসলাম (১৪)। পরে হাসান মাহমুদের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মিরাজ। পরপর দুই ওভারে হাসান (৬) ও সৈয়দ খালেদ আহমেদকে (২) ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন লাহিরু কুমারা।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুমারা। কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৩১
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৫৭/৭ (ডিক্লে.)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১১) (আগের দিন ২৬৮/৭) ৮৫ ওভারে ৩১৮ (মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; ভিশ্ব ১০--৩৯-১, আসিথা ১৫-২-৬২-০, কুমারা ১৫-৩-৫০-৪, জায়াসুরিয়া ২৭-২-৯৯-২, ধানাঞ্জয়া ৮-২-২৫-০, কামিন্দু ১০-০-৩২-৩)।
ফল: শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: কামিন্দু মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত