শেষটাও হলো বিশাল ব্যবধানে হার দিয়ে
০৪ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পিএম
প্রথমবারের মতো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার অভিজ্ঞতাটা একদম সুখকর হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লড়াই জমাতে পারেননি নিগার সুলতানারা।
এমনিতেই মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। তারপরও লড়াই জমানোতে পারাটা ছিল প্রত্যাশিত। সেই প্রত্যাশার কিয়দাংশও পূরণ করতে পারেনি দল। শেষ টি-টোয়েন্টিতে তারা হেরেছে ৭৭ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টিতে ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১৫৫ রান। রান তাড়ায় ধুঁকতে ধুঁকতে তারা যেতে পারে ৭৮ রান পর্যন্ত।
৪ ওভারে স্রেফ ১২ রান খরচায় ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার গতিতারকা টায়লা ভ্যালেমিক। ম্যাচসেরাও তিনি।
একশ রান করতে ১৬ ওভার খেলে অস্ট্রেলিয়া। ৬ চারের সঙ্গে ২ ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন ওপেনার ও অধিনায়ক অ্যালিসা হিলি।
শেষদিকে তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিসের ঝড়ে শেষ চার ওভারে ৫৫ রান করে সফরকারীরা। ৩৩ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া হ্যারিস ১১ বলে করেন ১৯ রান। ২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন ম্যাকগ্রা।
জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অসুস্থতার কারণে ব্যাটিং অর্ডারের সাতে নেমে নিগার সুলতানা করেন দলের সর্বোচ্চ ৩২ রান। ৫ চারে ৩১ বলে ৩২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি।
দল ৩৬ রানে ৫ উইকট হারানোর পর ক্রিজে যান নিগার। এরপর এক প্রান্তে দাঁড়িয়ে ফাহিমা, শরিফা, নাহিদা, মারুফার আসা-যাওয়া দেখেন বাংলাদেশ অধিনায়ক। ৫৯ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেটে তৃষ্ণাকে নিয়ে ২৫ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান তিনি।
এই মাসেই আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিগারদের জন্য। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৫/৬ (হিলি ৪৫, মুনি ১০, পেরি ৮, গার্ডনার ১৬, ম্যাকগ্রা ৪৩*, ওয়্যারহ্যাম ৪, হ্যারিস ১৯; মারুফা ২-০-১৫-০, শরিফা ৩-০-৩১-১, তৃষ্ণা ৪-০-৩৩-০, নাহিদা ৪-০-৩১-৩, রাবেয়া ৪-০-১৯-১, ফাহিমা ৩-০-১৯-০)।
বাংলাদেশ: ১৮.১ ওভারে ৭৮ (দিলারা ১২, মুর্শিদা ১, রিতু ১০, স্বর্ণা ০, ফাহিমা ১১, রাবেয়া ১, নিগার ৩২, শরিফা ০, নাহিদা ১, মারুফা ০, তৃষ্ণা ২*; শুট ২-০-১৩-১, ভ্যালেমিক ৪-০-১২-৩, পেরি ২-০-৮-১, গার্ডনার ১-০-৪-১, ওয়্যারহ্যাম ১.১-০-১-২, মলিনিউ ৪-০-১৫-১, সাদারল্যান্ড ৪-০-২১-১) ।
ফল: অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: টায়লা ভ্যালেমিক।
প্লেয়ার অব দা সিরিজ: সোফি মলিনিউ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত