শ্রীলঙ্কা সিরিজের ময়নাতদন্তে যাচ্ছে বিসিবি!
০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম
টেস্ট ক্রিকেটে যেন কিছুতেই কিছু হচ্ছে না বাংলাদেশের। কুলীন সংস্করণের স্ট্যাটাস পেয়ে যাওয়ার এত বছর পর এখনও সাদা পোষাকের ক্রিকেটে নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। সর্বশেষ ঘরের মাঠের শ্রীলঙ্কা সিরিজেও টেস্ট নাজেহাল অবস্থা যেন তারই সর্বশেষে দলিল। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের হারের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৯২ রানে হেরেছে বাংলাদেশ
এমন শোচনীয় পরাজয়ে অনুতপ্ত হলেও দলের ক্রিকেটারদের আরও একটু সময় দিয়ে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘মানসিকতার ব্যাপারে তরুণ, একদমই তরুণ। বেশ কিছু নতুন প্লেয়ার কিন্তু খেলছে এই দলে। খুব বেশি অভিজ্ঞও না। অই অভ্যাসটা হয়ত আস্তে আস্তে খেলতে খেলতে চলে আসবে। আমার মনে হয় যে প্লেয়াররা আছে সবার মধ্যে খেলার ইচ্ছাটা আছে, আগ্রহ আছে। কীভাবে তারা আরও বেটার ক্রিকেট খেলতে পারে। এই দলটা যদি আস্তে আস্তে আরও সময় যায় দেখবেন যে আরও বেটার সিদ্ধান্ত নিতে পারছে।’
তবে শান্তদের সময় দিলেও বসে থাকছে না বিসিবি। টেস্টে ম্যাচ হারের চেয়ে বেশি চোখে লেগেছে বাংলাদেশের লড়াই করতে না পারা। দুই ম্যাচের খুব অল্প সময়েই মনে হয়েছে বাংলাদেশ ম্যাচে টিকে আছে। ফলে এমন হতশ্রী পারফরম্যান্সে সমালোচনাও সহ্য করতে হয়েছে টাইগারদের। এবার ঈদের পর লঙ্কা সিরিজের পারফরম্যান্স রিভিউ করার বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
গতকাল মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে জালাল বলেন, ‘আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে। হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে। সেটাও হয়নি।’
তবে এই জায়গাটাতেই অধিনায়ক শান্তর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। জালাল বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে টেস্টে যারা নতুন প্লেয়ার খেলছে ওদের একটু সময় দিতে হবে। টেস্ট দলে ঢুকে প্রথম থেকেই এডজাস্ট করা একটু টাফ। ২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না। তাদের সময় লাগবে।’ কিন্তু অভিজ্ঞ যারা ছিল তাদের পারফরম্যান্সে ঠিকই হতাশা ঝরেছে এই বর্ষিয়ান পরিচালকের কথায়, ‘দলটিতে তরুণ আর অভিজ্ঞতার মিশেল রেখেছিলাম। তবে সিনিয়ররাও তো ফেইল করেছে। তাদের কাছ থেকে অন্তত ভালো ক্রিকেট আশা করেছিলাম। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে ২টা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই এটা আমাদের বড় একটা আক্ষেপ। বোলিং মোটামুটি ভালো হয়েছে।’
লঙ্কা সিরিজের উইকেটের ব্যাপারে জালাল জানান, ‘আমার এখানে এ ধরনের উইকেটে খেলা উচিত। এটা আন্তর্জাতিক মানের স্পোর্টিং উইকেট। যদি আমরা রেজাল্টের জন্য যেতাম আমাদের মত হত। আমার মনে হয় না, প্রতিপক্ষ দলে তাদেরও সেরা ব্যাটার, স্পিনার আছে। তারাও কিন্তু এখানে কাজে লাগাতে পারে। সুতরাং সুবিধা দুই সাইডেই। যে সুবিধা আমাদের নেওয়া দরকার ছিল সেভাবেই তৈরি করা হয়েছিল উইকেট।’
প্রস্তুতির ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘প্রস্তুতি বলতে কী বুঝাচ্ছেন? প্রস্তুতির জন্য জাতীয় লিগ ছাড়া সুযোগ নাই কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোন প্লেয়ার সময় পায় বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। সিরিজ হলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি থাকে। জাতীয় দলের প্লেয়ার হিসেবে এডজাস্ট করেই খেলতে হবে। প্রচুর খেলতে পারলে তো ভালোই হইত। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হত। কিন্তু সেই সুযোগটা হয় না। এবারও আমাদের এ দলের প্রোগ্রাম আছে। এখান থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান আসবে। নিউজিল্যান্ড আসবে। ভালো হত যদি ইন্ডিয়া সিরিজের আগে খেলতে পারত। সুযোগ তো পাওয়া যায় না। সুযোগ পেলে আরও ভালো হত। এখন সুযোগ বের করা বেশ কঠিন।’
এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ব্যাপার ক্রিকেটারদের নিয়মনীতির ব্যাপারে জালাল জানান, ‘আগেও ছিল, আছে। আমরা চাই বেশিরভাগ প্লেয়াররা যদি এনসিএল খেলে, বিসিএল খেলে আমরা চাই। খেললে আরও প্রতিদ্বন্দ্বিতা হয়। আগে কিছু প্লেয়ার ইগ্নোর করত। এখন সময়ে হচ্ছে না। ন্যাশনাল খেলার শিডিউল সো টাইট। এজন্য তারা সুযোগ পাচ্ছে না। দেখা যাচ্ছে এনসিএলে খেলার সময় সিরিজ হচ্ছে। আমাদের দেখতে হবে বেশিরভাগ প্লেয়ার যদি সুযোগ থাকে তারা যেন তা কাজে লাগায়। বাধ্যতামূলক করা যায় না, অনেক সময় অনেক সমস্যা থাকে। আমরা চেষ্টা করেছিলাম অনেক কিন্তু এটা হয় না।’ ঘরোয়া ক্রিকেটের খেলার মানের ব্যাপারে জালালের ভাষ্য, ‘আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার তারাই খেলছে এখানে। হ্যাঁ জাতীয় দলের প্লেয়ারদের সাথে বাকিদের একটা তফাত থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলোয়াড়। আমরা নজর দিচ্ছি সেদিকে। ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’
শ্রীলঙ্কা সিরিজ শেষে আপাতত খেলা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত