ডিপিএলে শাইনপুকুর ও সিটি ক্লাবের জয়
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অষ্টম রাউন্ডে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব।
আজ শাইনপুকুর বৃষ্টি আইনে ১০ উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে এবং সিটি ক্লাব ২০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুরের বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ব্যাটারদের ব্যর্থতায় ৩৯ দশমিক ৪ ওভারে ১১০ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া অধিনায়ক ফরহাদ হোসেন ১৯ ও আসাদুল্লাহ আল গালিব ১৭ রান করেন। শাইনপুকুরের হাসান মুরাদ ২১ রানে ৪ উইকেট নেন।
রূপগঞ্জ টাইগার্সের ইনিংস শেষে বৃষ্টি আইনে ৪৮ ওভারে ১১০ রানের নতুন টার্গেট পায় শাইনপুকুর। সেই টার্গেট ৯ ওভারেই স্পর্শ করে ফেলে তারা। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম ৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৪৮ এবং জিশান ইসলাম ৪টি চার ও ৬টি ছক্কায় ২৮ বলে অনবদ্য ৫৮ রান করেন। এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে শাইনপুকুর। ৮ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স।
দিনের আরেক ম্যাচে খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান করে সিটি ক্লাব। দলের পক্ষে সাজ্জাদুল হক ৭০ ও মইনুল ইসলাম ৫৩ রান করেন। ব্রাদার্সের আবু জায়েদ রাহি ৪ উইকেট নেন।
জবাবে পেসার ইরফান হোসেনের বোলিং তোপে ৮ উইকেটে ২৩১ রানের বেশি তুলতে পারেনি ব্রাদার্স। ৪৭ রানে ৫ উইকেট নিয়ে সিটি ক্লাবের জয়ে বড় অবদান রাখে ইরফান। ব্রাদার্সের পক্ষে রহমতুল্লাহ আলি ৬০ আসিফ আহমেদ ৪৪ রান করেন।
৮ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল সিটি ক্লাব। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে ব্রাদার্স।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৩৯.৪ ওভারে ১১০ (আল মামুন ২০, আইচ ৭, রোহান ৫, গালিব ১৭, শামসুর ১১, ফরহাদ ১৯, হাসিম ১, সালমান ১৪, সোহাগ ০, অনিক ২, বর্ষণ ৪*; রবিউল ৫-০-১৪-১, মুকিদুল ৪-০-২৭-০, মেহেরব ৪-০-৮-২, আরাফাত সানি ৯-২-১০-২, মুরাদ ৯.৪-০-২১-৪, রিশাদ ৮-০-২৬-১)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৯ ওভারে ১১১/০ (তানজিদ ৪৮*, জিশান ৫৮*; বর্ষণ ২-০-২২-০, হাসিম ২-০-২৪-০, সোহাগ ২-০-২২-০, গালিব ২-০-২৪-০, অনিক ১-০-১৫-০)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: হাসান মুরাদ।
সিটি ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন
সংক্ষিপ্ত স্কোর
সিটি ক্লাব: ৫০ ওভারে ২৫১/৯ (সাদিকুর ০, হাসান ৪১, কমল ১৫, কফিল ০, সাজ্জাদুল ৭০, মইনুল সোহেল ৫৩, রাফসান ১০, মইনুল ২২, ইফরান ৩*, নয়ন ১, গালিব ১*, আবু জায়েদ ৭-১-২৪-৪, সাকিল ৪.৩-০-২১-০, নিলয় ৭-০-২৬-১, রহমতউল্লাহ ৮-০-৩৯-১, রাহাতুল ৪-০-২৪-০, মনির ৫.৩-০-৩৩-০, মাহমুদুল ৮-০-৪২-২, জুবায়ের ৬-১-৩১-০)।
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৩১/৮ (রহমতউল্লাহ ৬০, ইমতিয়াজ ২৫, মাহমুদুল ১৫, আসিফ ৪৪, মজিদ ১৩, রাহাতুল ৩০, নিলয় ১৩, মনির ১৮*, আবু জায়েদ ৩, জুবায়ের ১*; ইফরান ১০-০-৪৭-৫, গালিব ৯-০-৪৮-১, মইনুল ১০-০-৩৬-১, নয়ন ১০-০-৩৮-১, রাফসান ১০-১-৪৮-০, সাজ্জাদুল ১-০-১০-০)।
ফল: সিটি ক্লাব ২০ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ইফরান হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত