ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

লিপুর কাঠগড়ায় তিন সিনিয়রের ব্যাটিং

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টিতে কিছুটা ভদ্রস্থ ক্রিকেট খেললেও টেস্টে যাচ্ছে-তাই পারফরম্যান্স ভাবাচ্ছে দেশের ক্রিকেটে সর্বোচ্চ সংস্থা বিসিবিকে। সেটি আঁচ করতে পেরেই কি-না ম্যাচ শেষে ‘তরুন বাংলাদেশ’ দলটির জন্য আরো কিছুটা সময় চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদিন পরই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জারাল ইউনূস জানালেন, ঈদের পরই সিরিজের ব্যর্থতার পর্যালোচনায় বসতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। তার রেশ কাটতে না কাটতেই আরো কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এতদিনের টেস্ট খেলুড়ে একটি দলের ‘অভিজ্ঞ’ ক্রিকেটারদের বাজে ফারফরম্যান্স হতাশ করেছে তাকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১৮৮ ও ১৮২ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮৭ রান এসেছিল মুমিনুল হকের ব্যাট থেকে। ম্যাচটিতে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে ¯্রফে খড়কুটোর মত উড়ে গেছে স্বাগতিকেরা। চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। ভরসা জুগিয়েছিল সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। মুমিনুলও ছিলেন ছন্দে। অভিজ্ঞতায় এগিয়ে লিটন দাসও ভরসার পাত্র। তাই তিন জনের কাছেই ছিল বাড়তি প্রত্যাশা। কিন্তু অভিজ্ঞ তিন ক্রিকেটারই হতাশ করেছেন নতুন নির্বাচকের দায়িত্ব নেওয়া সাবেক অধিনায়ক লিপুকে। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারও সেই ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে ১৭৮ রান করা টাইগাররা দ্বিতীয় ইনিংসে ৩১৮ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮১ রান করেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে ১৯২ রানে হেরে হোয়াইটওয়াশ হন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

শ্রীলঙ্কা যেখানে ৫শ রানের সংঘ্রহ গড়ে অবলীলায় সেখানে বাংলাদেশ ৪শ’-তো করতে পারেই-নি, উল্টো বাজে শটের পসরা সাজিয়ে খোরাক হয়েছে হাস্যরসের। সিরিজে ব্যাটারদের এই ধারাবাহিক ব্যর্থতার বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি প্রধান নির্বাচক লিপু। গতকাল মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের ইনিংসটাই বড় হতে পারত। আমাদের একটা আক্ষেপ যে মুমিনুল একটা অবস্থানে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে। সাকিবও নিজেকে সুসংহত করতে পেরেছিলেন। লিটন দাসও যে জায়গায় চলে গিয়েছিলেন সেখান থেকে ইনিংসটা বড় করা বা তিন অঙ্কে পৌঁছে যাওয়াটা অসম্ভব কিছু ছিল না।’

ফর্ম হারানোর পরও লিটন দাসকে টেস্টে ফেরানোর হল কেন? এর উত্তরেও লিপু জানালেন অভিজ্ঞতার কথা, ‘আমাদের কিছুটা আস্থা ছিল সে তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে। আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক। সাকিব ফিরে এসেছে, মুশফিক যেহেতু নেই অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞরা যদি অভিজ্ঞতার আলোকে ক্রিকেট খেলতে না পারে তাহলে দল বেশিদূর এগোতে পারে না।’ টেস্টে ফেরাতে লিটনের রেকর্ডও ভাবনায় ছিল লিপুর, ‘আমাদের হাতে যদি পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় থাকত, প্রথম জিনিস হচ্ছে তার বিকল্প হিসেবে কাউকে নিতে পারেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে খেলোয়াড়ের এতো ভালো রেকর্ড, রেকর্ড আমাদেরকেও দেখতে হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

লিপু বলছিলেন, ‘আমাদের ব্যাটারদের আউট হওয়ার ধরনগুলো ভালো ছিল না। থিতু হওয়ার আগে কেউ কেউ আউট হয়েছেন, যে বলগুলো তারা ছেড়েও দিতে পারতেন, তাদের অফ স্টাম্প কোথায় আছে সেটা জানলে হতো বলগুলো তারা তাড়া করতেন না। প্রথম বলেই কেউ কেউ (ব্যাট) চালিয়ে দিয়েছেন। ব্যাটারদের ব্যাটিংয়ে অনেক ত্রুটি দেখেছি।’ তিনি যোগ করেন, ‘বোলাররা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বারবার আমাদের পরাস্ত করছেন, এটা এই সিরিজেই প্রথম হয়নি। আমার মনে হয় এটান পুনরাবৃত্তি হয়েছে। এটাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যে গর্তটা তৈরি হয়েছে, তা ঢেকে দেওয়া উচিত। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপে যারা তত্ত্বাবধায়ক আছেন, তারা তত্ত্বাবধান করবেন। আমারা বিষয়টায় আলোকপাত করব, যারা বিশ্লেষক আছেন, তারা ড্রপবক্সে তাদের পৌঁছে দেবেন, কোথায় কোথায় তাদের দুর্বলতা ছিল।’

ব্যাটারদের একহাত নিলেও বোলারদের প্রাপ্য প্রশংসা করতে ভোলেননি এই টাইগার প্রধান নির্বাচক। কারণটিও কম সঙ্গত নয়, সিলেট টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার পাশাপাশি দুই ইনিংসের শুরুতেই তাদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য হলেও ম্যাচে আধিপত্য দেখিয়েছেন বোলাররা। চট্টগ্রাম টেস্টেও যার ব্যত্যয় ঘটেনি। লিপু যথার্থই বলেছেন, ‘একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই, আমাদের ব্যাটারদের ডিফেন্ড করার জন্য বলছি না। কিন্তু আপনি যদি দেখেন, দুই টেস্টে চারটা ইনিংসে প্রত্যেকটা দলই খেলেছে। দুই টেস্টেই দেখবেন শ্রীলঙ্কার প্রথম পাঁচ উইকেট আমরা দ্রুত তুলে নিতে পেরেছি। এতে আমাদের বোলারদের সাধুবাদ দিতে হয়, শ্রীলঙ্কান টপ অর্ডারও ব্যর্থতার পরিচয় দিয়েছে কিন্তু!’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত