সাতের ছোবলে রনির রেকর্ডঝড়
০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
আবু হায়দার রনির আগুনে বোলিংয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা মোহামেডান। গাজী টায়ার্সকে গুড়িয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন মোহামেডানের এই ক্রিকেটার। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীকে। দুই দলের ইনিংসের দৈর্ঘ্য ছিলো মাত্র ১৮ ওভার দুই বল। টস জিতে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই আবু হায়দার রনির আঘাত। গাজী টায়ার্সের ওপেনার আশিকুর রহমান শিবলিকে শুন্য রানে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর গাজী টায়ার্সের ব্যাটারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে মোহামেডানের দুই বোলার আবু হায়দার রনি ও নাসুম আহমেদ। দশ উইকেট দুজনে ভাগাভাগি করে নেন। ৬ ওভার বল করে ২০ রান খরচায় ৭ উইকেট নেন আবু হায়দার রনি। সমান ৬ ওভারে সমান রান খরচায় ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মাত্র ৪১ রানের টার্গেটে পৌছাতে ৬.২ ওভার খেলেছে মোহামেডান। মেহেদী হাসান মিরাজের উইকেট হারানোর লক্ষ্যে পৌছে দেন ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অংকন।এক ম্যাচে ৭ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে নিজের নাম লেখালেন আবু হায়দার রনি। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। এছাড়া ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০১৬ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নেন আবাহনীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব।
ঘরোয়া আসরের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে দুইটি। ২০০২ সালের জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিলো চট্টগ্রাম বিভাগ। ২০১৩ সালে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর কাছে ৩৫ রানে অলআউট হয়েছিলো ক্রিকেট কোচিং স্কুল।
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে তানজীম হাসান সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে টানা নবম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। লিগের নবম রাউন্ডে ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জকে ট উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে লিজেন্ড অব রূপগঞ্জ। জাতীয় দলের তিন পেসারের দাপুটে বোলিংয়ে ২৮.৩ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ৭.৩ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনে ধস নামান তানজীম হাসান। বাকি ৫ উইকেট ভাগাভাগি করে নেন শরিফুল ও তাসকিন। ছোটো স্কোর তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আবাহনীর। ম্রাত ১০.৪ ওভার খেলেই লক্ষ্যে পৌছে যায় তারা। মোসাদ্দেক ৪৮ আর এনামুল হক বিজয় অপরাজিত থাকেন ৩৭ রানে। ৯ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে আবাহনী। সমান ম্যাচে চতুর্থ পরাজয়ে সাত নম্বরে নেমে গেছে রূপগঞ্জ।
দিনের আরেক ম্যাচে সাইফ হাসানের অলরাউন্ড পারফরমেন্সে প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসানের অসাধারণ সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯২ রান করে শেখ জামাল। ১২০ বলে ১১৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন সাইফ হাসান। তার শতরানে ভর করে বড় পুঁজি নিয়ে হেসে খেলেই ম্যাচ জেতে তারা। ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৯ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ এবং মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৪২ রান। শেখ জামালের টিপু সুলতান ৫৩ রানে নেন চার উইকেট। এছাড়া নাইফ হাসান, রবিউল ইসলাম ও তাইবুর রহমান প্রত্যেই দুটি করে উইকেট পান। এই জয়ে নয় ম্যাচ শেষে মোহামেডানের সাথে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দুইয়ে শেখ জামাল। সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে তামিম ইকবালের প্রাইম ব্যাংক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত