বাটলারের ফেরার ম্যাচে ম্লান কোহলির সেঞ্চুরি, রাজস্থানের চারে চার
০৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ০৩:০২ এএম
প্রথম ইনিংস শেষে বিরাট কোহলির শতকের স্তুতিতে দেওয়া জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইসএপিএন ক্রিকইনফোর ফেসবুক পোস্টে একটা প্রশ্নও জুড়ে দেওয়া হয়েছিল।দলের বড় তারকার অনবদ্য পারফরম্যান্সের পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স কি জয়ের জন্য পর্যাপ্ত রান তুলতে পেরেছ কিনা।সেই প্রশ্নের জবাব মিলল ম্যাচের পর।উত্তর 'না'। জয়পুরে আগে ব্যাট করা বেঙ্গালুরু কোহলির ৭২ বলে ১১২ রানে ভর করে ১৮৪ রানে টার্গেট দিয়েছিল।জস বাটলারের ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ভর করে রাজস্থান জিতে ৬ উইকেট আর পাঁচ বল বাকি থাকতেই।
লক্ষ্যটা চ্যালেঞ্জিং হলেও জয়পুরের উইকেট আর চলতি মৌসুমের 'ট্রেন্ড' আমলে নিলে যেটি মোটেও নাগালের বাইরে ছিলনা রাজস্থানের।তবে সেই টার্গেট আরও নাগালে চলে আসে জস বাটলারের ব্যাটে।মৌসুমে শুরু থেকে নিষ্প্রভ এই মারকুটে ওপেনার জ্বলে উঠলেন দলের প্রয়োজনীয় মুহুর্তে।
রান তাড়ায় শুরুতেই যশস্বী জয়সোয়ালকে(০) হারানো রাজস্থানকে একাই শেষ পর্যন্ত টেনে নেন জস বাটলার।খেলেছেন অসাধারণ সব শট।দ্বিতীয় উইকেটে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সাঞ্জু স্যামসন (৪২ বলে ৬৯ রান)।এই দুইজনের ৮৪ বলে ১৪৮ রানে জুটিতে মূলত স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।স্যামসন ফিরলেও ৩০ বলে অর্ধশতক পূরণ করা বাটলার তখনও ছুটছিলেন।এরপর দ্রুত দুই উইকেট হারালেও তাই রাজস্থানের জয় নিয়ে সন্দেহ তৈরী হয়নি।যা একটু সন্দেহ ছিল তা জস বাটলার শতক পূর্ণ করতে পারবেন কিনা তা নিয়েই।
শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১ রান। বাটলারের ছয়।কাধ উচ্চতায় করা ক্যামেরন গ্রিনের প্রথম বলটি সজোরে ব্যাট ঘুরিয়ে আছড়ে ফেলন ডিপ মিড উইকেট সীমানার বাইরে।তাতে পূর্ণ হয় আইপিএলে এই ওপেনারের ষষ্ঠ শতক
এর আগে ক্যারিয়ারে অষ্টম শতক পূর্ণ করা বিরাট কোহলির অবশ্য ফের আলোচনায় এসেছেন স্ট্রাইক রেটের কারণে। আইপিএলের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এদিন তিন অংক স্পর্শ করেছেন ৬৭ বলে,যেটি আইপিএলের ইতিহাসে যৌথভাবে মন্থরতম শতক।ফাফ ডু প্লেসির (৩৩ বলে ৪৪ রানের) সঙ্গে তার ১২৫ রানের জুটির পর শেষ দিকে সেভাবে রান তুলতে পারেনি এখনো আইপিএল শিরোপা জয়ের স্বাদ না পাওয়া দলটি।ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলির নিয়মিতভাবে ভালো শুরু এনে দিলেও বল বেশি নিয়ে নিচ্ছেন কেন এটা নিয়ে আলোচনা চলছে বেশ। শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্ব যার কাঁধে সেই গ্ল্যান ম্যাক্সওয়েল(৩ বলে ১ রান) এদিনও ছিলেন ব্যর্থ।
এবারের আইপিএলে রাজস্থানের এটি চতুর্থ জয়। বিপরীতে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে কোহলির দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত