চেনা রুপেই ফিরলেন মুস্তাফিজ,জয়ে ফিরল চেন্নাই
০৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ এএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লীলে (আইপিএলে) শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের।প্রথম তিন ম্যাচে সাত উইকেটে শিকার করে ছিলেন লীগে সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় ছিলেন শীর্ষে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে দেশে ফেরত আসার জন্য হায়দ্রাবাদের সঙ্গে পরের ম্যাচ খেলতে পারেনি চেন্নাই।মোস্তাফিজ বিহীন যে ম্যাচে হেরেছে গায়কোয়াডের দল।
তবে কলকাতার নাইট রাইডার্সের সঙ্গে আজকের ম্যাচ দিয়েই ফের দলে ফিরলেন কাটার মাস্টার খ্যাত এই পেসার। ফিরলেন নিজের চেরাচেনা রুপেও।চেন্নাইয়ের বোলিং সহায়ক উইকেটে কাটার,স্লোয়ার আর ভ্যারিয়েশনে ব্যাটসম্যানদেয় ধাধায় রেখে স্পেল জুড়েই ছিলে কৃপণ।শেষ ওভারে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেটও। মোস্তাফিজের পাশাপাশি চেন্নাইয়ের অন্য বোলাররাও এদিন ছিলেন অসাধারণ ফর্মে।ফলে আগে ব্যাট করা কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ১৩৭ রান।
ছোট সেই লক্ষ্য তাড়াতে কোন অসুবিধা হয়নি বর্তমান লীগ শিরোপধারীদের।ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার্ডের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে ১৬ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।টানা দুই ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়ার পর এ জয়ে ফের কক্ষপথে ফিরল আইপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম দলটি।
কলকাতার সল্ট-নারায়ণের বিস্ফোরক ওপেনিং জুটি এদিন কাজ করেনি।ইনিংসের প্রথম বলেই তুষার দেশপান্ডের বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন ফিলিপ সল্ট।দ্বিতীয় উইকেট জুটিতে তরুণ তুর্কি অংকৃশ রঘুবংশী (২৪) সঙ্গে সুনিল নারাইনের (২৭) অর্ধশত রানের জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল কলকাতা।তবে এক ওভারেই উইকেটের তিতু হওয়ায় দুই ব্যাটসম্যানকে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চেন্নাইয়ের তারলা স্পিনার রাবীন্দ্র জাদেজা।সেই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি
শাহরুখ খানের দল।অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৪ রানে ভর করে ১২০ পার করে দলটি।
মোস্তাফিজকে পাওয়ার প্লেতে দুই ওভার বল করিয়ে শেষের জন্য রেখে দিয়েছিলেন চেন্নাই ক্যাপ্টেন গায়কোয়াড। সেই অস্থার প্রতিদান দারুণ ভাবেই দিয়েছেন।শেষ দুই ওভারে দুই উইকেট নিয়ে দিয়েছেন কেবল ১০ রান। মোস্তাফিজের তৃতীয় উইকেটও পেয়ে যেতে পারতেন যদি ১৮তম ওভারে তাঁর বলে চেন্নাই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারতেন। এরপরেও তার স্পেলটা ছিলে চোখে পড়ার মতোই।৪ ওভারে ২২ রানে ২ উইকেট।চার ম্যাচে তার উইকেট সংখ্যা ৯।চেন্নাইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট পেসার তুষার দেশপান্ডের। ১৮ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার।
কলকাতার সল্ট-নারায়ণের বিস্ফোরক ওপেনিং জুটি এদিন কাজ করেনি।ইনিংসের প্রথম বলেই তুষার দেশপান্ডের বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন ফিলিপ সল্ট।দ্বিতীয় উইকেট জুটিতে তরুণ তুর্কি অংকৃশ রঘুবংশী (২৪) সঙ্গে সুনিল নারাইনের (২৭) অর্ধশত রানের জুটিতে ভালোভাবেই এগোচ্ছিল কলকাতা।তবে এক ওভারেই উইকেটের তিতু হওয়ায় দুই ব্যাটসম্যানকে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চেন্নাইয়ের তারলা স্পিনার রাবীন্দ্র জাদেজা।সেই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি শাহরুখ খানের দল।অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৪ রানে ভর করে ১২০ পার করে দলটি।
মোস্তাফিজকে পাওয়ার প্লেতে দুই ওভার বল করিয়ে শেষের জন্য রেখে দিয়েছিলেন চেন্নাই ক্যাপ্টেন গায়কোয়াড। সেই অস্থার প্রতিদান দারুণ ভাবেই দিয়েছেন।শেষ দুই ওভারে দুই উইকেট নিয়ে দিয়েছেন কেবল ১০ রান। মোস্তাফিজের তৃতীয় উইকেটও পেয়ে যেতে পারতেন যদি ১৮তম ওভারে তাঁর বলে চেন্নাই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারতেন। এরপরেও তার স্পেলটা ছিলে চোখে পড়ার মতোই।৪ ওভারে ২২ রানে ২ উইকেট।চার ম্যাচে তার উইকেট সংখ্যা ৯।চেন্নাইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন পেসার তুষার দেশপান্ডে।তবে ইনিংস সেরা ১৮ রানে ৩ উইকেট স্পেল রবীন্দ্র জাদেজারই।
৫ ম্যাচে তৃতীয় জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ চেন্নাই। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলকাতা। চেন্নাইয়ের (০.৬৬৬) সঙ্গে রানরেটে এগিয়ে কলকাতা (১.৫২৮)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত