শফিকুল-তাইবুর-সোহানে শেখ জামালের জয়ের হ্যাটট্রিক
১৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম
শফিকুল ইসলাম ও তাইবুর রহমানের বোলিংয়ে দুইশ পেরিয়েই গুটিয়ে গেল পারটেক্স স্পোটিং ক্লাব। পরে ব্যাট হাতেও অবদান রাখলেন তাইবুর। সঙ্গে অধিনায়ক নুরুল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাটট্রিক জয়ের দেখা পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
আসরের দশম রাউন্ডের ম্যাচে সোমবার ৫ উইকেটে জিতেছে শেখ জামাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২০৬ রানের লক্ষ্য ২৪ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে শিরোপা প্রত্যাশী দলটি।
দশ ম্যাচে শেখ জামালের এটি অষ্টম জয়। পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তারা। সমান ম্যাচে স্রেফ এক জয়ে অবনমন অঞ্চলে পারটেক্স। নিচ থেকে দুই নম্বরে আছে তারা।
বল হাতে ১০ ওভারে দুই মেইডেনসহ স্রেফ ১৯ রানে ৩ উইকেট নেন তাইবুর। পরে সাত নম্বরে নেমে খেলেন অপরাজিত ৩৯ রানের ইনিংস। ৩২ বছর বয়সী অলরাউন্ডারের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
এছাড়া ৩২ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শফিকুল। চাপের মুখে ৭৫ বলে ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন সোহান।
একপ্রান্ত আগলে রেখে ৬১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন সৈকত আলি। তিনি আউট হলে ১০০ রানে ৪ উইকেট হারায় শেখ জামাল। ইয়াসির আলি চৌধুরি ১ রান করে ফিরলে বিপদ আরও বাড়ে। এরপরই সোহান ও তাইবুর অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ১২১ বলে ১০৫ রান।
ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন পারটেক্সের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই। তাদের প্রত্যেকে দুই অঙ্ক স্পর্শ করলেও চল্লিশ ছুঁতে পারেননি কেউই। ফলে বড় হয়নি দলের পুঁজি।
পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন আহরার আমিন। বাঁহাতি স্পিনে ৩টি উইকেটও নেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার।
এছাড়া জাহিদুজ্জামান ৩২, তানবির হায়দার ৩০ রান করলে কোনোমতে দুইশ পার করে পারটেক্স। জয়ের জন্য যা যথেষ্ট ছিল না।
সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৪৮.২ ওভারে ২০৫ (মুনিম ১৭, আজমির ২৫, মিজানুর ২০, জাহিদুজ্জামান ৩২, তানবির ৩০, রাকিব ২১, আহরার ৩৫, মুক্তার ৫, গাফফার ১৪, রাকিবুল ১, আসাদুজ্জামান ০*; শফিকুল ৯-১-৩২-৪, ইয়াসিন ৬-০-৩৫-১, টিপু ৯.২-০-৪৭-১, তাইবুর ১০-২-১৯-৩, সাইফ ৬-০-২৪-০, রবিউল ৮-০-৪৬-১)
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৬ ওভারে ২০৮/৫ (সাইফ ১৭, সৈকত ৪১, রবিউল ২০, ফজলে মাহমুদ ১২, সোহান ৭৬*, ইয়াসির ১, তাইবুর ৩৯*; রাকিবুল ১০-২-৩৮-০, মুক্তার ৮-০-৩৫-১, আহরার ১০-০-৪২-৩, আসাদুজ্জামান ৫-০-৩৩-০, তানবির ৯-১-৪১-১, গাফফার ৩-১-১১-০, রাকিব ১-০-৮-০)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাইবুর রহমান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত