আম্পায়ারিং বিতর্কের ম্যাচে নাঈম-শান্ত-মুশফিকের সেঞ্চুরি
১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পেয়ে সেঞ্চুরি করলেন মোহাম্মদ নাঈম শেখ। শক্ত ভীতে দাঁড়িয়ে ঝড়ো শতক উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত। সাথে তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে রানের পাহাড় গড়ল আবাহনী লিমিটেড। রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। এরপরও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
আসরের দশম রাউন্ডের ম্যাচে সোমবার প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারিয়েছে আবাহনী। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৪১ রান তোলে তারা। জবাবে ২ বল বাকি থাকতে ২৮৩ রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস।
তবে ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গেছে আবাহনীর ইনিংসের ২২তম ওভারের ঘটনাটি। কিপিং গ্লাভস ছেড়ে অফ স্পিন করতে আসা নিয়মিত উইকেটরক্ষক মোহাম্মাদ মিঠুনের করা চতুর্থ ওভারের প্রথম বলে বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়ার।
মিঠুনের ভেতরে ঢোকা বল ব্যাটে লাগাতে পারেননি নাঈম। বল পেছনের পায়ে লাগতেই হয় জোরাল আবেদন। আউট দেননি আম্পায়ার। সিদ্ধান্তে নাখোশ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা এগিয়ে আসেন প্রতিবাদে। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত তো আর বদলায় না!
বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ম্যাচটির ওই ডেলিভারির রিপ্লে দেখে খালি চেখে মনে হয়েছে, বল হয়তো স্টাম্পে লাগত ভালোভাবেই।
ঘটনার পর আম্পায়ারের সাথে কথা বলেন তামিম ইকবাল। এসময় প্রায় সাড়ে ৪ মিনিট খেলা বন্ধ ছিল। তখন ৬৯ রানে ব্যাট করছিলেন নাঈম।
এই অংশটুকু ছাড়া ইনিংসের পুরো অংশে দাপট দেখান আবাহনীর ব্যাটাররা। লিস্ট 'এ' ক্রিকেটে একশতম ইনিংসে নাঈম করেন ১০৪ বলে ১০৫ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ১০ চারের সঙ্গে ২টি ছক্কায় সাজান বাঁহাতি ওপেনার।
নাঈম ফেরার পর শান্ত-হৃদয়ের তৃতীয় উইকেটে স্রেফ ৬২ বলে আসে ১২৩ রান। ১৩ চার ও ৪ ছক্কায় ৮৫ বলে ১১৮ রানের ইনিংস খেলেন শান্ত। পরে শেষটা দারুণ করেন হৃদয়। শেষ ওভারে রাজার শেষ দুই বলে ছক্কা মারেন তরুণ ব্যাটসম্যান। ২ চারের সঙ্গে ৪টি ছক্কায় তিনি সাজান নিজের ৩৫ বলে ৬৫ রানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় কোনো সময়ই জয়ের পথে ছিল না প্রাইম ব্যাংক। ওপেনার তামিম ফেরেন দ্বিতীয় ওভারেই, ১ রান করে। মুশফিকের ১০৫ বলে ১৪টি চবারে অপরাজিত ১১১ রান ছাড়া ফিফটি করকে পারেন কেবল ওপেনার পারভেজ হোসেন ইমন (৭০ বলে ৫৬)। ২৩৪ রানে অষ্টম উইকেট হারানোর পর ২৪ বলে ৩৪ রানের ইনিংসে আবাহনীর জয় প্রলম্বিত করেন হাসান মাহমুদ।
তিনটি করে উইকেট নেন আবাহনীর জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
এই জয়ে শিরোপা ধরে রাখার সম্ভবনা আরও জোরদার করল আবাহনী। দশ ম্যাচে শতভাগ জয়ে ২০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের এটি চতুর্থ পরাজয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ দলের তালিকার পাঁচে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত