আবাহনীর দশে ১০ : তিন ম্যাচে চার সেঞ্চুরি
১৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে রান খরায় বাংলাদেশ অধিপতি নাজমুল হোসেন শান্ত। সমালোচকদের জবাবটা এবার ব্যাটেই দিলেন এই তারকা ক্রিকেটার। ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর হয়ে হেসেছে শান্তর ব্যাট। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দশম ম্যাচে শান্ত-নাইমের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারিয়ে টানা দশম জয় তুলে নিলো ঢাকা আবাহনী লিমিটেড। ব্যাট হাতে শান্ত ১১৮ ও নাইম করেন ১০৫ রান।
টস জিতে আবাহনীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান প্রাইম ব্যাংকের অধিনায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ব্যাট করতে নেমে আবাহনীকে দারুণ সূচনা এনে দেন দলের দুই উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। দু’জনে মিলে দলের সংগ্রহে যোগ করেন ১১০ রান। ৭৩ বলে ৪৫ রান করে বিজয় বিদায় নিলেও নাইমকে সঙ্গে নিয়ে রানের গতি সচল রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ দু’জনের হিসেবি ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় আবাহনী। শেষ দিকে তাওহীদ হৃদয়ের মারমুখি ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আবাহনী। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৫ বলে করেন ১১৮ রান। এছাড়া মোহাম্মদ নাইম ১০৪ বলে ১০৫ এবং ৩৫ বলে ৬৫ রান করেন তাওহীদ হৃদয়। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৭৬ রানে পান ২ উইকেট।
জবাবে ৩৪২ রানের জয়ের লক্ষমাত্রাটা শুরু থেকেই ভুগিয়েছে প্রাইম ব্যাংককে। ইনিংসের শুরুতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিদায়টা আরো বেশী চাপে ফেলে দেয় তাদের। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ড্যাশিং ওপেনার। দলের খাতায় ৫০ রান যোগ না হতেই তিন টপ অর্ডারকে হারিয়ে ম্যাচ অনেকটা হাতছাড়া হয়ে যায় প্রাইম ব্যাংকের। একা লড়াই করে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন জাতীয় দলের উইকেট কিপার অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১০৫ বলে ১১১ রান করেন মুশফিক। এছাড়া পারভেজ হোসেন ইমন ৭০ বলে ৫৬, হাসান মাহমুদ ২৪ বলে ৩৪ ও মেহেদী হাসান করেন ২৭ বলে ২৫ রান। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৮৩ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। আবাহনীর তানজীব সাকিব ও তাসকিন আহমেদ যথাক্রমে ৪৪ এবং ৪৬ রান খরচায় পান ৩টি করে উইকেট। এই জয়ে ১০ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো আবাহনী। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক আছে ৫ম স্থানে।
এদিকে ফতুল্লায় অল্প পুঁজির ম্যাচে পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পারটেক্স। ইনিংসের শুরুটা ভালোই করেছিলো দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও আজমীর আহমেদ। উদ্বোধনী জুটিতে তারা করেন ৪১ রান। ২৫ রান করে তাইবুরের শিকার হন আজমীর আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। তাইবুর - শরিফুলের বোলিং তোপে কোনো ব্যাটারই ইনিংস লম্বা করতে পারেনি। ৪৮ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান করে পারটেক্স। শরিফুল ৩২ রানে চারটি এবং ১৯ রান খরচায় তাইবুর নেন তিন উইকেট। ২০৬ রানের লক্ষমাত্রায় পৌছাতে শেখ জামাল খেলেছে ৪৬ ওভার। অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ৭৬ আর সৈকত আলীর ৪১ রান দলের জয় সহজ করে দেয়। এছাড়া তাইবুর রহমান অপরাজিত থাকেন ৩৯ রানে। দশ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে দ্বিতীয় স্থানে।
বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪৪.২ ওভারে গাজী টায়ার্সকে ১৫০ রানে আটকে রেখে তৌফিক খানের ঝড়ো সেঞ্চুরিতে ১৯.২ ওভার খেলে বিনা উইকেটে ১৫২ রান করে দশ উইকেটে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। ৬৬ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তৌফিক খান। এছাড়া আরেক ওপেনার সাদমান ইসলাম করেন অপরাজিত ৩৫ রান। এই জয়ে দশ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে এলো লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান ম্যাচে গাজী টায়ার্সের সংগ্রহ ৪ পয়েন্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়