হেড-ক্লাসেন-সামাদ তান্ডবে আইপিএলে হায়দ্রাবাদের ফের রানের রেকর্ড
১৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৬ এএম
ধারবাহিকভাবেও এমন খুনে মেজাজে ব্যাট করা সম্ভব ! বিস্ফোরক এক শতক করার পরে ট্রাভিস হেড(৪১ বলে ১০২) ফিরলেন।তিন ওভার বাকি থাকে আউট হলেন সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনও(৩১ বলে ৬৭ রান)।প্রথম ওভার থেকে বেড়ধক পিটুনির শিকার রয়েল চ্যালেঞ্জার্সে বোলাররা তখন হয়তো কিছুটা হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি নিচ্ছলেন।অন্তত লজ্জার রেকর্ড তো আর হচ্ছে না। তবে সেই স্বস্তি পরে নিমিষেই উবে গেল পাঁচ নম্বরে নামা আব্দুল সামাদের তান্ডবে। ব্যাটকে তরবারি বানিয়ে শেষ তিন ওভারে আরেক চূড়ান্ত ক্ষতবিক্ষত করলেন কোহলিদের।১০ বলে খেলেই এই ডানহাতি ব্যাটসম্যান তুলে ফেলছিলেন ৩৭ রান! স্ট্রাইক রেট ৩৭০!
আর তাতে নিজেদের রেকর্ড ভেঙে ২৮৭ রানের পাহাড়ে চড়ল সানরাইজার্স।আইপিএল ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড। অসম্ভব লক্ষ্যে তাড়া করতে নেমে অবশ্য বেঙ্গালুরু লড়াই করেছে শেষ পর্যন্ত।কোহলি (২০ বলে ৮২ রান) ফাফ ডু প্লেসি (২৯ বলে ৬২ রান) ও দীনেশ কার্তিক ঝড়ে(৩৫ বলে ৮৩ রান) স্বাগতিকেরা থামে ৭ উইকেটে ২৬২ রানে রানে।রেকর্ড সংগ্রহের পরেও কেবল ২৫ রানে জয় পায় হায়দ্রাবাদ। এই নিয়ে আইপিএলের সাতটি ম্যাচ খেলে ছ’টিতেই হারল বেঙ্গালুরু। অন্য দিকে ছ’টি ম্যাচ খেলে চারটিতে জয় দেখা পেয়েছে কামিন্স বাহিনী।
আইপিএলে ১০ বছর ধরে টিকে থাকা সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড চলতি মৌসুমে ভেঙে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।গত ২৭ শে মার্চ রয়েল চ্যালেঞ্জার্সে ২৬৩ রানকে টপকে মুম্বাইয়ের বিপক্ষে ২৭৭ রান করেছিল প্যাট কামিন্সের দল।তিন সপ্তাহ যেতে না যেতেই নিজেদের সেই রেকর্ড নতুন করে লিখল হায়দ্রাবাদ।দলটির ব্যাটসম্যানরা যে আগুনে ফর্মে আছেন তাতে দ্রুতই এই রেকর্ড আবার ভাঙাও অসম্ভব কিছু নয়।
ব্যাঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট।উইকেট ব্যাটিং বান্ধব।বোলারদের জন্য কাজটা এই মাঠে কতটা কঠিন সেটা বোঝা গেল টসে জিতে ব্যাটিং নেওয়া হায়দ্রাবাদ ক্যাপ্টেন কামিন্স যখন ২৪০ রানকেও 'পার' বলেন!
দল নেতার এমন কঠিন মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়েই কিনা হায়দ্রাবাদ ব্যাটসম্যানরা ছুটলেন প্রথম ওভার থেকেই।লক্ষ্য যত বেশি রান তোলা সম্ভব।
প্রথম ছয় ওভারেই হায়দ্রাবাদ তুলে ৭৬ রান।৭.৫ ওভারের ওপেনিং জুটিতে আসে ১০৮ রান। অভিষেক শর্মা ৩৪ রান করে ফিরলেও ২০ বলে ফিফটি তোলা হেড তিনে নামা হেনরিক ক্লাসেনকে নিয়ে ঝড় অব্যাহত রাখেন।বাউন্ডারির ফুলঝরি ছুটিয়ে ৩৯ বলেই শতক পূর্ণ করেন এই মারকুটে ওপেনার।
তাঁর ৩৯ বলের এই সেঞ্চুরি আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে দ্রুততম। ৮ ছক্কা ও ৯ চারে ৪১ বলে ১০২ রান করে হেড ফিরলেও ক্লাসেনের ব্যাটে রেকর্ড ভাঙার পথেই ছিল হায়দ্রাবাদ।এই প্রোটিয়া ব্যাটসম্যান ৬৭ রানে থামলেও থামেনি রান উৎসব। এইডেন মার্করাম (১৭ বলে ৩২) ও আবদুল সামাদের (১০ বলে ৩৭) শেষ তিন ওভারে ৫৪ রান যোগ করে নিজেদের রেকর্ড নতুন করে লিখে চলতি মৌসুমের সবচেয়ে ভয়ংকর দলটি।
পর্বতসম এই রান তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েও পারেনি বেঙ্গালুরু।কোহলি-ফাফের ৬.২ ওভারের ওপেনিং জুটিতে যোগ করেন ৮০ রান।তবে এই জয়ে ৬ ম্যাচে মোট ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল সানরাইজার্স। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বেঙ্গালুরু।তবে এই দুইজন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের প্রতিরোধ। দ্রুত পাঁচ উইকেট হারানো বেঙ্গালুরুর এরপর হাল ধরেন দীনেশ কার্তিক। তবে তার বিরামহীন চার ছক্কায় সাজানো ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি ডু প্লেসিস বাহিনীর।৭ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান।
রানবন্যার এই ম্যাচে এদিন হয়েছে একাধিক নতুন রেকর্ড।এই ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩৮টি।যেটি যৌথভাবে স্বীকৃত ক্রিকেট বিশ্বরেকর্ড।মুম্বাই ও হায়দ্রাবাদ ম্যাচেও হয়েছিল ৩৮ ছক্কা।
দুই দল মিলিয়ে এই ম্যাচে চার হয়েছে মোট ৪৩টি। এতে ম্যাচে মোট বাউন্ডারি সংখ্যা দাঁড়ায় ৮১টি। টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি বাউন্ডারি হয়নি আর কোনো ম্যাচে। ঠিক ৮১টি বাউন্ডারি এসেছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত