কোপেনহেগেনের ইউনাইটেড বধ
১০ নভেম্বর ২০২৩, ১২:৩৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১২:৩৮ এএম
স্বপ্নের মতো শুরু পেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তাদের দুঃস্বপ্নের শুরু হলো মার্কাস র্যাশফোর্ডের লাল কার্ডের পর থেকে! দুই গোল শোধ করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিরতিতে গেল এফসি কোপেনহেগেন। দ্বিতীয়ার্ধেও গোল হলো মুড়িমুড়কির মতো। আরও একবার এগিয়ে গেল ইউনাইটেড, কিন্তু ধরে রাখতে পারল না ব্যবধান। স্মরণীয় জয়ের আনন্দে ভাসল কোপেনহেগেন। গতপরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বুধবার ‘এ’ গ্রুপে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে কোপেনহেগেন। প্রথম লেগে ইউনাইটেডের মাঠে হেরেছিল তারা।
এই জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কোপেনহেগেন, ভালোভাবে বাঁচিয়ে রাখল নকআউট পর্বের আশা। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ইউনাইটেড। এই গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন। গালাতাসারাইকে ২-১ ব্যবধানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়াও নিশ্চিত করেছে বুন্দেসলিগার দলটি। বায়ার্ন ও গালাতাসারাইয়ের বিপক্ষে টানা দুই হারের পর কোপেনহোগেনের বিপক্ষে প্রথম দেখায় গ্রুপ পর্বে জয় পেয়েছিল ইউনাইটেড। এমনিতেই চলতি মৌসুমে ছন্দহীনতায় ভুগছেন র্যাশফোর্ড, অনুশীলনে চোট পাওয়ায় প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও খেলতে পারেননি তিনি। মাঠে ফেরাটা তার জন্য সুখের হলো না মোটেও।
গ্রুপের অন্য ম্যাচে শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বায়ার্ন মিউনিখ। ৫৩তম মিনিটেও হ্যারি কেইনের শট কাছের পোস্টে লেগে প্রতিহত হয়। এই ইংলিশ ফরোয়ার্ডই ৮০তম মিনিটে খোলেন ম্যাচের ডেডলক। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গালাতাসারাই এক গোল শোধ করলেও আটকাতে পারেনি বায়ার্নকে। আলিয়াঞ্জ অ্যারেনায় ২-১ গোলে জেতা বায়ার্ন চার ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে উঠল নকআউট পর্বে।
একই রাতে এমিরেটস স্টেডিয়ামে দুই অর্ধের গোলে সেল্টিককে ২-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের পথে অনেকটা এগিয়েছে আর্সেনাল। ২৯তম মিনিটে লেয়ান্দ্রো ত্রোসার্দ দলকে এগিয়ে নেওয়ার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। গ্রুপের অন্য ম্যাচে লুক ডি ইয়ংয়ের একমাত্র গোলে পিএসভি আইন্দহোভেন জিতেছে লঁসের বিপক্ষে। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল। ৫ করে পয়েন্ট নিয়ে পিএসভি দ্বিতীয় ও লঁস তৃতীয় স্থানে আছে। ২ পয়েন্ট নিয়ে তলানিতে সেভিয়া।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেকটি দারুণ পারফরম্যান্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। আক্রমণভাগের সবাই পেলেন জালের দেখা। তাতে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠে গেল স্প্যানিশ ক্লাবটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
লা লিগায় সবশেষ তিন ম্যাচের দুটিতেই হোঁচট খেয়েছে রিয়াল। তবে ইউরোপ সেরার মঞ্চে তারা ঠিকই আছে আপন চেহারায়; চার ম্যাচের সবকটিতেই জিতল ১৪ বারের শিরোপাজয়ীরা। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।
এছাড়া, দিনের প্রথম ম্যাচে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখে রিয়াল সোসিয়েদাদ। পরে সালসবুর্ককে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ইন্টার মিলান। সেখানে তাদের সঙ্গী হয়েছে সোসিয়েদাদও। চার রাউন্ড শেষে সোসিয়েদাদ ও ইন্টারের পয়েন্ট সমান ১০ করে। গোল ব্যবধানে এগিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদ। তিন নম্বরে সালসবুর্কের পয়েন্ট ৩। বেনফিকা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের চারটি রাউন্ড শেষ হয়েছে। বাকি আছে আর দুটি রাউন্ড। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ছয়টি ক্লাব। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর আরও দশটি স্থান ফাঁকা আছে। সেই লড়াইয়ে টিকে আছে ২০টি দল। বাকি ছয়টি ক্লাবের আর কোনো সুযোগ নেই নকআউটের টিকিট পাওয়ার।
নকআউটে যারা : বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ।
লড়াইয়ে আছে যারা : ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, এফসি কোপেনহেগেন, গ্যালাতাসারাই, পিএসভি আইন্দহোফেন, লেঁস, সেভিয়া, নাপোলি, ব্রাগা, ল্যাজিও, ফেইনর্ড রটার্ডাম, সেল্টিক, এফসি পোর্তো, শাখতার দোনেৎস্ক।
সুযোগ শেষ যাদের : ইউনিয়ন বার্লিন, সালজবুর্গ, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, রয়্যাল অ্যান্টওয়ার্প।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত