আবরার ফাহাদের নামে শেখ কামাল স্টেডিয়াম
০৬ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১২:১০ এএম

বদলে গেছে কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম। নতুন নাম করণ করা হয়েছে বুয়েট ছাত্র আবরার ফাহাদের নামে। সব কিছু প্রস্তুুত এখন উদ্ধোধনের অপেক্ষায় আধুনিক মানের এই স্টেডিয়ামটি। বড় বড় গর্ত আর এবড়ো-থেবড়ো পরিখার পরিবর্তে এখন সবুজ, মসৃণ গাসে শোভা পাচ্ছে কুষ্টিয়ার শহীদ আবার ফায়াদ ষ্টেডিয়াম। আন্তজার্তিক মানের ৭০ গজ রেজিমেন্টে ক্রিকেট মাঠের পাশাপাশি থাকছে ফুটবল খেলারও সব ধরণের ব্যবস্থা। গতকাল সরজমিনে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে গেলে দেখা যায়, রং তুলির আঁচড় চলছে। ভেতরে মঞ্চ নির্মাণের কাজ ও বাইরে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। নাম ফলক স্থাপন, ভিআইপি প্যাভিলিয়ন, প্রধান ফাটকের সামনে মাটি সমান, রং ও ধোয়া মুছার কাজ প্রায় শেষের দিকে।
কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে এত আধুনিক মানের স্টেডিয়ামের উদ্ধোধনের কথা শুনে মাঠে ছুটে এসেছেন সাবেক ফুটবলার আলমগীর কবির হেলাল ও অভি। তারা জানালেন, ‘ক্রীড়া চর্চার শুরুতে এমন স্টেডিয়াম পেলে আজ ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারতাম। তবে আমরা আশাবাদী কুষ্টিয়ার ক্রীড়ামোদীরা এখান থেকে নতুন উদ্যোমে জাতীয় পর্যায়ে আরও বেশি বেশি অবদান রাখতে সক্ষম হবেন।’ এই স্টেডিয়ামটির পরিচর্যা এবং সংরক্ষণের উপর গুরুত্বাারোপ করে বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠানই, জিনিস যদি ব্যবহারের পর পরিচর্যা, পরিস্কার, পরিচ্ছন্ন না রাখা যায় সেটা দিনে দিনে ক্ষয়ে যায়, নষ্ট হয়। সৌন্দর্য্য হারায়। আমরা আশা করি জেলা ক্রীড়া পরিষদসহ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এই স্টেডিয়ামটির নান্দনিক দৃষ্টি ভঙ্গি ধরে রাখতে সক্ষম হবেন।’
কথা হয় জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া পরিষদের সদস্য সচিব তানভির হোসেনের সাথে। তিনি জানান, ‘জুলাই-আগস্টে বিপ্লবের পর কিছুদিন কাজ বন্ধ থেকেছে তখনও কিছু কিছু কাজ পরিষদসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে।’ কাজের মান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কাজের মানের সাথে আমরা কোন আপোষ করিনি। যখনই কোন ঢালাই হয়েছে তখনই আমরা উপস্থিত থেকে সেটার মান যাচাই-বাছাই করেছি।’ তিনি বলেন, ‘সৈকত এন্টারপ্রাইজ, শরিফ এন্ড সন্স ঠিকাদারী কোম্পানী নির্মাণ করেছে এই নান্দনিক স্টেডিয়ামের গ্যালারী। আর খেলোয়াড়দের থাকা ও পাভলিয়নের কাজ করেছে এস, এম ফার্ষ্ট ও রফিক এন্টারপ্রাইজ।’ এ স্টেডিয়ামের নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে চলছে রং আর সাজ-সজ্জার কাজ। খুলনা বিভাগের মধ্যে এক মাঠে দুই খেলার এটিই প্রথম স্টেডিয়ামের।’
শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুনের সাথে তার বাড়ীতে পুত্রের নামে স্টেডিয়ামটির নামকরণের বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি কান্নাজড়িত কন্ঠে জানালেন, ‘ওর বয়সতো অল্প ছিল। তার পরও ওর মধ্যে যে দেশ প্রেম ছিল যার জন্য ওঁকে প্রাণ দিতে হয়েছে। আমি আগে জানতাম না কি নাম ছিল স্টেডিয়ামের। কেননা আমিও একজন মা। আমারও সন্তান আছে, সন্তান গেছে। তার পরও কুষ্টিয়াসহ দেশের মানুষের আবরারের প্রতি ভালোবাসা মহান রাব্বুল আলামিন আমার আবরারকে জান্নাত বাসী করুন।’ তিনি বলেন, ‘এই স্টেডিয়াম নামকরণের ফলে কুষ্টিয়াসহ দেশবাসীর কাছে চীর দিন স্মরণীয় হয়ে থাকবে আমার আবরার।’
কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া পরিষদের আহবায়ক মো. তৌফিকুর রহমান জানান, ৬ মার্চ (আজ) স্টেডিয়ামটি উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুষ্টিয়ার ক্রীড়ামোদীর জন্য একটি আধুনিক, আরামদায়ক স্টেডিয়াম এটি। সকল প্রস্তুতি সম্পন্ন এখন উদ্বোধনের জন্য অপেক্ষা।
উল্লেখ্য, ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। আওয়ামী লীগের পনের বছরের শাসনের সময় যে কয়েকটি ঘটনায় দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ তীব্র সমালোচনার মুখে পড়েছিলো আবরার ফাহাদ হত্যাকা- তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। সেই হত্যাকা- কেন্দ্র করে পাঁচ বছর আগে উত্তাল হয়ে উঠেছিলো শিক্ষা প্রতিষ্ঠানটি। সেই সাথে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেছিলো দেশের রাজনৈতিক অঙ্গন। তার জের ধরেই তীব্র বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছিলো। জুলাই-আগস্ট অভ্যুত্থানেও সেই শোক রূপান্তর হয়েছিল শক্তিতে। তাতে শেষ হয়েছে ষোল বছরের আওয়ামী ফ্যাসিবাদ, দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সংসদ সদস্যসহ নেতাকর্মীদের অনেকেই। নিষিদ্ধ হয়েছে তাদের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চুয়াডাঙ্গায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ১লা বৈশাখ উদযাপিত হয়েছে

নতুন বছর হোক নতুন প্রেরণার: মেয়র ডা. শাহাদাত

প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

রায়পুরে বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ধ্বংসস্তূপের বাস্তবতা দেখাতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

তালতলীতে আগুনে পুড়ল ১৯ টি দোকান ও ৪ বসতঘর, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নববর্ষের নব-প্রেরণায় বাজারে ‘অপো রেনো ১৩ ৫জি’

সাতক্ষীরায় নববর্ষের শোভাযাত্রা ও দশ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

আটঘরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান: গাজা সংহতিতে রাজপথে লাখো মানুষের ঢল

সউদী রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেছিল প্রতারক চক্র

আইনস্টাইনের ভুলও হয়ে উঠেছিল যুগান্তকারী আবিষ্কার

ঝালকাঠিতে নানা আয়োজনে বর্ষবরণ

পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব- খুলনার বিভাগীয় কমিশনার

আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফ্যাসিবাদের মুখাকৃতি, মুগ্ধর পানির বোতল

বঙ্গাব্দের জনক শশাঙ্ক নন, প্রবর্তক ছিলেন আকবর জানালেন বাংলাদেশের গবেষকরা

লক্ষ্মীপুরে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

আনোয়ারায় অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

৯ মাস পরে ঢাকা থেকে এনে শহীদ রাব্বির মৃতদেহ নিজবাড়ি পটুয়াখালীতে পুনরায় দাফন হচ্ছে

রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ম্যাক্রোঁ