কিশোরগঞ্জে বেড়েই চলেছে সবজি ডিম মুরগিসহ নিত্যপণ্যের দাম
০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
বেশ কিছুদিন ধরেই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। এখন ডিমের দাম আরো বেড়েছে, গত সপ্তাহের চেয়ে ডজনে বেড়েছে ৫ টাকা। ১৫৫-১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ডিম। ‘গরিবের আমিষ’ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থের বাইরে চলে যাচ্ছে এই পণ্য। শুধু ডিম নয়, মধ্যবিত্তের পণ্য ব্রয়লার মুরগির দামও বাড়ছে নানা অজুহাতে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন ধরনের সবজির দাম কমে আসলেও টানা বৃষ্টির কারণে সেটাও এখন বাড়তির দিকে। গত রোববার শহরের বড়বাজার, কাচারিবাজার ও পুরাণ থানা বাজারে সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়।
কিশোরগঞ্জের বাজারগুলোতে বড় বাজার, কাচারী বাজার ও পুরাণ থানা বাজার গুরে দেখা যায়, টমোটো বিক্রি হচ্ছে ২২০টাকায়, গাজর ৮০টাকায় , বেগুন ৬০টাকায়, শসা ৭০টাকায়, করলা ৬০টাকায়, কাঁকরোল ৬০টাকায়, পেঁপে ৭০টাকায় , মূলা ৮০টাকায় ঝিঙ্গা ৭০টাকায় বরবটি ৭০টাকায় লতি, ৮০টাকায় কাচামরিচ ২৬০ টাকা ধরে কিক্রি হচ্ছে। এদিকে আকার ও মানভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। প্রতি হালি কাচা কলা ৪০ টাকা অবশ্য বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে দাম বেড়েছে। বৃষ্টি কমলে সবজির দাম আবার কমতে পারে। বড় বাজারের ব্যবসায়ী হাজী মো. জুয়েল মিয়া ইনকিলাবকে জানান, বর্তমানে কোন সবজি আমাদের কিশোরগঞ্জ জেলায় স্থানীয় ভাবে উৎপাদন নেই, সব ধরনের সবজি আসছে চুয়াডাঙ্গা, কুষ্টিয় এবং রাজশাহী অঞ্চল থেকে এদিকে কয়েক দিনের গুরি গুরি বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে। বৃষ্টিতে কাচা সবজি নষ্ট হয়ে যায়, একদিনের টা পরের দিন বিক্রি করা যায় না। এ কারণেই দাম বেশী যাচ্ছে। তবে বৃষ্টির কমে গেলে সবজির দাম আবার কমে যাবে।
বড়বাজারে বাজার করতে আসা গৃহিনী নাজনীন সুলতানা ইনকিলাবকে বলেন, ব্যবসায়ীরা বলছে এখন বৃষ্টির কারণে দাম বেশী। বুঝলাম, কিন্তু অন্য সময় কি সবজির দাম কম থাকে? ৬০-৭০ টাকার নীচে নীচে সবজি পাওয়াই যায় না। এটাকে কি কম দাম বলে ভাই? আলু এখনও ৬০ টাকা কেজি।
এদিকে সরকার মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও “সাপ্লাই কম, মুরগির খাদ্যের দাম বেশি” ইত্যাদি নানা অজুহাতে লাগামহীন ভাবে বেড়েই চলছে ফার্মের মুরগি ও ডিমের দাম। মাছের বাজারও বাড়তির দিকে বলেও জানান ক্রেতারা। হাওরের মাছগুলো সব চলে যায়, সব বিভাগীয় শহরগুলোতে। এদিকে চাষের মাছের দাম আগুন।
ইলিশ মাছের দাম বাড়ছে লাগামহীনভাবে। ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৬০০ থেকে ২৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৬৫০টাকা, কাতল ৪৫০ থেকে ৬৮০টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৫০০টাকা, কৈ মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা, পাবদা, মাছ ৪৫০ থেকে ৯০০টাকা, শিং ৯০০ থেকে ১৪০০টাকা, বোয়াল মাছ ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
অনেক ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ সরকার যদিও দাম নির্ধারণ করে দিলেও বাজার মনিটরিং করছে না। ৫আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে পণ্যের মুল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা তদারকি করছেন। সে সময় পণ্যের দাম বেশি রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো। ব্যবসায়ীরাও ভয়ে বেশি লাভ করতেন না।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়