চলাচল অনুপযোগী রাঙ্গুনিয়ার কাঁচা সড়ক
০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পূর্ব নতুনগ্রাম আধা কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অনুপযোগী হয়ে পড়েছে। কাঁচা সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে পানি জমে জল কাঁদায় একাকার হয়ে পড়েছে। বিধ্বস্ত সড়কে যানবাহন চলাচল তো দূরে কথা মানুষের হাটাচলা করা কষ্টকর হয়ে উঠেছে। প্রায় হাজারের উপরে গ্রামবাসী চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়-পূর্ব নতুনগ্রাম-রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল মুখ পর্যন্ত প্রায় আধাকিলোমিটার সড়ক যুগের পর যুগ ধরে ইটসলিং বা পিচঢালাই হয়নি। কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাফেরা করছে। পূর্ব নতুনগ্রামের বাসিন্দা মুসলিম উদ্দিন বলেন, শত শত পরিবারের প্রায় ১২শ’ মানুষ যুগের পর যুগ ধরে বিধ্বস্ত কাঁচা সড়ক দিয়ে চলাফেরা করে আসছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সড়কে জমে কাঁদায় মাখামাখিতে চলাফেরা করা খুবই কষ্টকর। বিধ্বস্ত সড়ক মাড়িয়ে প্রতিদিন দেড়শতাধিক শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। বিশেষ করে গর্ভবর্তী মহিলাও বৃদ্ধ মানুষ এ সড়কে চলাচল করতে কাহিল হচ্ছে।
গ্রামের মোহাম্মদ করিম বলেন, বছরের পর বছর কোন সংস্কার কিংবা মেরামত না করায় আজ এই গুরুত্বপূর্ণ সড়কটি বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। এই একটি সড়কের জন্য আমাদের জনজীবনে বাড়ছে ভোগান্তি। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে সেই অঞ্চলের মানুষদের জীবনমান কখনোই বদলায় না।
গ্রামের একাধিক কৃষক বলেন, এ সড়ক দিয়ে শষ্যভান্ডারখ্যাত গুমাইবিলে শত শত কৃষক কাজ করতে যায়। দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় জনবহুল এ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়িত ঘটছে একের পর এক দুর্ঘটনা। সাত বছর পূর্বে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার মুখ থেকে পূর্ব নতুনগ্রামের এসএম শফিকুর রহমান বাড়ি পর্যন্ত দায়সারাভাবে মাটি ভরাট করা হয়েছে। এ সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল দশা হলেও কোন উন্নয়ন করা হয়নি। সড়কটি বিধ্বস্ত ও যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের চলাচলে দুর্ভোগের সীমা নেই। দ্রুত সড়কটি উন্নয়নে সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়