চাঁদপুরে বৃষ্টির পানিতে ২ সহস্রাধিক বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষতি
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
চাঁদপুরে একরাতের অবিরাম বৃষ্টিতে সদর উপজেলার নিজ গাছতলা গ্রামের প্রায় ২ থেকে আড়াইশ’ পরিবারের মানুষ পানিবদ্ধতার শিকার হয়েছেন। এতে ভেঙে গেছে অনেকের নবনির্মিত টিনশেট বিল্ডিং, বাউন্ডারির দেয়াল, চলাচলের রাস্তা ও বসত ঘরের মেঝে। অনেকের মাছের ঘের ডুবে গেছে ও গরুর ফার্মেও পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ চাঁদপুর-রায়পুর সড়কের নিচ দিয়ে পানি নিস্কাসনের জন্য সরকারি যে কালভার্ট রয়েছে। প্রভাব শালীরা সেই কালভার্ট বন্ধ করে দিয়ে জমি ভরাট করার কারনে এমন দুর্যোগে পড়েছেন তারা।
জানা যায়, গত শুক্রবার রাত ভর টানা ভারি বৃষ্টিতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নিজ গাছ তলা গ্রামে ব্যাপক পানিবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ঠিকমতো বৃষ্টির পানি নামতে পারেনি। এ কারণে ওই গ্রামের প্রায় আড়াইশ’ পরিবারের মানুষ পানিবদ্ধতার শিকার হন। রাতভর বৃষ্টির পানি নামতে না পারায় ওই এলাকার কয়েকটি বাড়ির এবং চলাচলের প্রধান রাস্তাগুলো ভেঙে পানি নামতে দেখা গেছে। পানির স্রোতে ভেঙে গেছে অনেকের জমির বাউন্ডারির দেয়াল, বসত ঘরের ভিটির একাংশ এবং টিসসেট বিল্ডিং।
নিজ গাছতলা গ্রামের আব্দুল আউয়াল, মো. আল আমিন খান, বাদল খান, জসিম খান, টেলু গাজী, দেলু গাজী, শাহআলম গাজী, সুলতান গাজীসহ একাধিক ভুক্তভোগীরা জানান, এতোদিন থেমে থেমে বৃষ্টি হলেও তাদের গ্রামে পানি জমে কিছুটা পানিবদ্ধতার সৃষ্টি হলেও শুক্রবার রাতের টানা বৃষ্টিতে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাদের অভিযোগ, গত কয়েক বছর আগে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তার সংলগ্নে কিছু প্রভাবশালীরা তাদের জমি ভরাটের জন্য পানি নিস্কাশনের সরকারি কালভার্টের মুখ বন্ধ করে দেন। ফলে গত কয়েক বছর ধরে বৃষ্টি হলেই পানিবদ্ধতার শিকার হয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবে শুক্রবার রাতের টানা ভারির বৃষ্টিতে ভয়াবহ পানিবদ্ধতার শিকার হন তারা। বৃষ্টির পানিতে তাদের অনেকের রাস্তা ঘাট, বসত ঘরের ভিটি, বাউন্ডারি দেয়াল এমনকি টিনসেট বিল্ডিংও ভেঙে পড়ে। পানিতে তলিয়ে যায় অনেকের ঘরবাড়ি। তাই এ বিষয়ে ব্যবস্থা নেয়া জন্য তারা চাঁদপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। চলতি বছর ২৭ মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ