আ.লীগ নেতাদের মারধর ও টেন্ডারবাজিতে স্থবির ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড
০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম
এক সময়ের প্রানবন্ত ও কোলাহল মুখর ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডটি এখন অস্তিত্ব রক্ষায় ধুকছে। মৃতপ্রায় এই সরকারি দপ্তরটিতে দীর্ঘদিন জনবল না থাকায় যেমন কাজে গতি নেই, তেমনি উন্নয়নমূলক কর্মকান্ডও নেই। ফলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গাছাড়াভাব। বেশিরভাগ সময় তারা অলস সময় পার করেন। আ.লীগ সরকারের সময় নির্বাহী প্রকৌশলীদের মারধর ও টেন্ডার না দেওয়ায় হুমকি ধমকির কারণে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে এমন স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। ২০১৪ সালের পর থেকে কোন নির্বাহী প্রকৌশলী পূর্নাঙ্গভাবে দায়িত্ব পালন করতে পারেনি।
তথ্য নিয়ে জানা গেছে, ২০১৪ সালে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফকে মারধর করে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ভাতিজা শাহরিয়ার করিম রাসেল। এ সময় নির্বাহী প্রকৌশলীর অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। এই হামলা ও ভাঙচুরের খবর বিদ্যুৎবেগে সারা দেশ ছড়িয়ে পড়ে। এতে ভীতি ও আতংক ছড়ায়। মূলত এ ঘটনার পর থেকে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে কোন নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করতে চাননি কেউ। আবার অনেক নির্বাহী প্রকৌশলীকে ঝিনাইদহে শাস্তিমূলক বদলী করা হলেও তারা ভয়ে ঠিকমতো অফিস করতে পারতেন না।
পুর্ণাঙ্গ নির্বাহী প্রকৌশলী না থাকায় এখানকার উন্নয়ন কর্মকান্ড থেমে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের আওতায় আহামরি কোন উন্নয়ন হয়নি। আবার যতসামান্য হলেও দলীয় প্রভাব বিস্তার ও কর্মকর্তাদের হুমকি ধমকি দিয়ে সব কাজ আ.লীগের নেতারা ভাগাভাগি করে নিয়েছেন। এভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরটি।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলা অফিসের ১৪টি পদের মধ্যে নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীসহ ১০টি শুন্য ছিল। তবে নির্বাহী প্রকৌশলী পদে নতুন একজনকে পদায়ন করেছেন। এছাড়া দুইটি সাবডিভিশন ও ৭টি সেকশন অফিসে মোট ৬৫টি পদের মধ্যে ৩৭টি পদে এখন কোন লোকবল নেই। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, লোকবল না থাকায় কোন কাজই ঠিকমতো হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডোর বিশাল ভুসম্পত্তি রক্ষা করতে তারা হিমশিম খাচ্ছেন। এদিকে কাজ না থাকায় জেলার বিভিন্ন স্থানে থাকা সাবডিভিশন অফিসগুলো ভেঙ্গে চুরে গেছে। অফিসের জানালা দরজা ও মূল্যবান গাছ চুরি হয়ে গেলেও ঠেকানোর লোক নেই। সার্ভেয়ার আব্দুল বাতেন জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে প্রায় ৭ হাজার একর জমি রয়েছে। কিন্তু লোকবল না থাকায় ৭০ থেকে ৮০ একর জমি বেদখল হয়ে গেছে। নদী ও সেচ খাল দখল করে ভবন তৈরী করা হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনার মতো পর্যাপ্ত কোন লোকবল নেই। হরিণাকুন্ডু, শৈলকুপা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার সেচখাল এবং নদীর পাড় দখল করা হচ্ছে। এভাবে সরকারি সম্পদ বেহাত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নতুন নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সরকার তাকে ঝিনাইদহে নিয়োগ করেছেন। তিনি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডকে পুনর্জ্জীবিত এবং শুন্যপদে লোকবল নিয়োগ করে আবারো প্রানবন্দ করে তুলবেন বলে জানান।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ