নীলফামারীতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক
০৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাত শেষে প্রকৃতিতে এখন শীতের আমেজ। এমন অনুকূল আবহাওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যগত ও রোলমডেল আগাম আলু চাষে ধুম পড়েছে।
উপজেলার একদম উঁচু সমতলভূমির পানিনিকাশি বেলে দোআঁশ মাঠগুলোতে স্বল্পমেয়াদি ৫৫ থেকে ৬০দিনে উত্তোলণ যোগ্য সেভেন জাতের আগাম আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা থেকে চড়া বাজার মূল্য পেয়ে দিগুন লাভবান হওয়া যায়, এমন প্রত্যাশা তাদের। গেল কয়েক দিন আগে স্বল্প মেয়াদি আগাম আমন ধান ঘরে তুলে একই জমিতে আগাম আলুর বীজ বুননের জন্য হালচাষ, সুষম মাত্রায় সার প্রয়োগ, হিমাগার থেকে নিজের সংরক্ষিত বীজ আলু সংগ্রহ ও রোপণে চলছে মহাকর্মযজ্ঞ।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, উৎসবমুখোর পরিবেশে ভাগ্য পরিবর্তনের আর্শিবাদপুষ্ট আগাম আলু বুনন ও প্রস্ততে মাঠের পর মাঠগুলো জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে সময়ের আগে এঅঞ্চলে আগাম আলু রোপণকে ঘিরে যেন প্রানচাঞ্চল্য ফিরেছে মাঠজুরে। এতে নজর কাড়ছে সবার। এসময় দেখা য়ায়, রণচন্ডি ইউপির কুটিপাড়া গ্রামের আলুচাষি, আব্দুল হাই ৪ বিঘা, হজরত আলী ৮বিঘা, সুজা মিয়া ৮ বিঘা, মোজাম্মেল ৫ বিঘা, ফরিদুল ৫ বিঘা জমিতে আগাম আলু বুননে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
তারা জানান, আগাম ধান কেটে আগাম আলু বুনছি। যার আলু যত আগে উঠবে সে কৃষক তত বেশি লাভবান হবেন। যা আগেভাগে আলু উত্তোলন করতে পারলে ৭০ থেকে ৮০ টাকা কেজি বাজার ধরতে পারবেন। স্বল্প সময়ে আলু ছাড়া অন্যকোন ফসলে এত লাভবানও হওয়া যায়না। যা গত বছর ধান কাটার পর সেই জমির চাষাবাদকৃত আলু ক্ষেতে ৭৮ টাকা কেজি দরে বিক্রি করে বিঘায় লাভ করেন ৪০/৫০ হাজার টাকার ওপরে। তারা আরো জানান, এ অঞ্চলের ডাঙ্গা জমিগুলো একদম উচু এবং বালু মিশ্রিত। ভারি বৃষ্টিপাত হলেও তেমন কোন ভয় থাকেনা। আর পাশেই বিশাল বাফলার বিল থাকায় সব জমির পানি অনায়াসে সেখানে নেমে যায়। তাই আগেভাগে দিগুন লাভের আশায় আগাম আলু বুনছি। বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামে আলুচাষি আব্দূল আজিজ ঢেমসা জানান, গত বছর তিনি ৮০বিঘা জমিতে আলু বুনেন। প্রতি বিঘায় ফলন পান ৩০থেকে৩৫বস্তা করে। যা উত্তোলন করে ৫০/৬০টাকা কেজি ধরে বিক্রি করে খরচ বাদে অর্ধকোটি টাকা আয় করেন। এবারো ধান কাটার পর ওই পরিমান জমিতে আলু বুননের প্রস্ততি চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর ৬হাজার ৭শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর আগাম আমন ধানে ভাল ফলন পেয়ে কৃষক আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে আবহাওয়া অনূকুলে থাকায় উঁচু জমিতে আলুচাষে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে। নিচু জমিতে আবহাওয়া দেখে লাগানোর কথা বলা হচ্ছে। এ ব্যাপারে মাঠপর্য়ায়ে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে। যদি প্রাকৃতিক দুর্যোগে কোন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ১ লাখ ৬০হাজার মেট্রিকটন আলু উৎপাদনের আশা করা হচ্ছে। গড় বাজার ২৫টাকা কেজি দরে বিক্রি করলে ৪শ কোটি টাকার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এ বছরো ভাল মুল্য পেয়ে কৃষক লাভবান হবেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ