সুনামগঞ্জ পৌর এলাকায় সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
দেশ স্বাধীনের পরে নগরায়ন ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গুরুত্ব বেড়ে গেলে ১৯১৯ সালে ১৮ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর গুরুত্ব অনুযায়ী ১৯৯৭ সালে ২৪ ফেরুয়ারি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রথম শ্রেণির স্বীকৃতি লাভ করার ২৭ বছরেও পৌরবাসীর সড়ক বাতির চাহিদা পূরণ করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভাটির আয়তন প্রায় ২২.১৭ বর্গকিলোমিটার। সুনামগঞ্জ পৌর এলাকায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি নেই। কিছু কিছু সড়কে একেবারেই নেই। আর যে সব সড়কে বাতি আছে তাদের আলো একেবারেই কম।
সরেজমিনে সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ঘুরে দেখা গিয়েছে সরকারি কার্যালয়গুলোর সামনে থাকা সড়ক বাতিগুলো বেশকিছু নষ্ট। সুনামগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্র জেলা সদর হাসপাতালের মূল গেট থেকে কালি বাড়ি মন্দির সংলগ্ন রাস্তাটিতে বৈদ্যুতিক লাইট প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা পুরোরাত আনাগোনা করে থাকেন এই রোডে।
পৌরসভার আরেকটি মূলসড়ক ট্রাফিক পয়েন্ট থেকে মোহাম্মদপুর উমেদ হারুন বোগদাদি মাজার প্রর্যন্ত সড়কটিতে বৈদ্যুতিক বাতি খুবই ক্ষীণ আলো দেখা যায়। এছাড়াও বনানীপাড়া ও বলাকা পাড়ার, মুকাম পাড়া, ফিসারি পাড়া, আলীপাড়া, বিলপার ময়নার পয়েন্ট, বাগান বাড়ি, আমপাড়া, তেঘরিয়া, শাপলাবাগ, সরকারি কলেজ পূর্ব পাড়া, নবীনগর, উওর বড় পাড়া, জামাই পাড়া, দক্ষিন নতুন পাড়া দক্ষিন হাজীপাড়া, মৌচাক আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে অনেক বাতি নষ্ট রয়েছে। এবং সচল বাতিগুলোর পর্যাপ্ত আলো নেই।
সুনামগঞ্জ সদর হাসপাতালে ও সিভিল সার্জন অফিস সংলগ্ন রোড এলাকার কয়েছ মিয়া বলেন সদর হাসপাতালে থেকে ট্রফিক পয়েন্ট প্রর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটিতে অধিকাংশই লাইট পোস্টে বাতি জ্বলে না, কতৃপক্ষের কাছে বাতিগুলো সচল করে দেওয়ার দাবি জানাই।
হাসপাতাল রোডের এক চা বিক্রেতা নাজিম বলেন, সন্ধ্যা হলেই আমি চলে যাই কারণ এই রাস্তাটি অন্ধকার থাকে। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলা মোনপুর গ্রামের শাহিন মিয়া বলেন ওষুধের প্রয়োজনে শহরের ট্রফিক পয়েন্টে ফার্মেসিতে যাই রাস্তাটি অন্ধকার থাকার কারণে আমার অনেক ভয় হয়। তিনি আরো বলেন, এখানের তো অনেক লাইট জ্বলেই না।
এ বিষয়ে পৌর সভার বিদ্যুৎ শাখা দায়িত্বে থাকা মহিবুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, শুনেছি শহরের কয়েটি পাড়ায় লাইট জ্বলছে না। তবে পূজার বন্ধ শেষ লাইটগুলো সচল করা হবে।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি পদ রায় দৈনিক ইনকিলাবকে বলেন, আমি ইতোমধ্যেই আমাদের ইলেকট্রিক শাখায় নির্দেশ দিয়েছি ২/১ দিনের মধ্যে যে বাতিগুলো অচল অবস্থায় আছে সেগুলো সচল করে দিতে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ