সড়কজুড়ে আবর্জনা-বর্জ্যরে স্তূপ
খালের পাশ দিয়ে যাতায়াতের রাস্তা। সেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তÍূপ। দেখে বোঝার উপায় নেই, এটি মানুষ চলাচলের রাস্তা নাকি ডাস্টবিন। নাক, মুখ চেপে ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাক, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু। ফলে পুরো রাস্তা জুড়েই থাকে তাদের রাজত্ব। স্থানীয়রা বলছে, রাস্তার এমন পরিবেশ দেখেও যেন না দেখার...