রাজনগরে ঐতিহাসিক বদর দিবস উদযাপন
মৌলভীবাজারের রাজনগরে আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসা কর্তৃক ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ ‘বদর যুদ্ধ’। মূর্খতার তিমিরাচ্ছন্নতার অবসান ঘটিয়ে একত্ববাদের ঝা-া নিয়ে শান্তি ও সফলতার চাদরে আচ্ছন্ন ঐশী নূরের আলোকে জগদ্বাসীর জন্য ইসলামের মতো মহান পবিত্র নেয়ামতের সুশীতল ঝর্ণাধারা প্রবহমান থাকার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল বদরের প্রাঙ্গণ থেকেই। এ জন্যই মানবসভ্যতার...