দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ
দখল-দূষণে ফরিদপুর কুমার নদ। এ যেন দেখার কেউ নেই। মাঝে মাঝে জেলা প্রশাসক এবং শরীতুল্লাহ বাজার ব্যবস্থপনা কমিটি কুমার নদটি বাঁচানোর চেষ্টা করলেও কেউ শুনেনা কারোর কথা।
কুমার নদের নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল ফরিদপুর শহর। সময়ের বিবর্তনে সেই শহরই এখন নদটিকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে।
দূষণ আর অবৈধ দখলের কারণে নদটি আগের রূপ হারিয়েছে। নদের বেশকিছু অংশ এতটায় দূষিত হয়েছে যে,...