গড়াই খননে বেড়েছে পানিপ্রবাহ
গড়াই নদী খনন অব্যাহত থাকায় গড়াই নদীতে এখন পানি প্রবাহ সচল রয়েছে। খননের ফলে নদীতে পানিপ্রবাহও বেড়েছে। পাশাপাশি কমছে লবণাক্ততাও। নদী খননের ফলে সুফল পাচ্ছে অত্র অঞ্চলের মানুষ।সূত্র মতে, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা থেকে গড়াইয়ের উৎসমুখ শুরু। কুষ্টিয়া ছাড়াও মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর ও খুলনা হয়ে সুন্দরবনে গিয়ে পড়েছে...