যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বি-৫২ বোম্বার-যুদ্ধজাহাজ পাঠাচ্ছে
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
নভেম্বর ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরাইলে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির মিত্র শক্তিগুলোও ইরানের সাথে হামলা অব্যাহত রাখবে ইসরাইলে। মধ্যপ্রাচ্য থেকে আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক দলটি চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বি-৫২ বোম্বার, যুদ্ধবিমান, রিফুয়েলিং এয়ারক্রাফট এবং নৌ বাহিনীর ডিস্ট্রয়ার মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার দেশটির এ ঘোষণা দেয়। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, সামনের মাসগুলোতে এগুলো মোতায়েন করা হবে।এছাড়া মার্কিন সেনা মোতায়েন নিয়ে বিশ্বজুড়ে যে আন্দোলন চলছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে দুটি বিমান রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা
শুরু হয়েছে ইরানের হামলার পর। গত ১ অক্টোবর ইসরাইলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ওয়াশিংটন ইসরাইলকে সহযোগিতায় সর্বশক্তি নিয়োগ করছে। মধ্যপ্রাচ্যে ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সবসময় নিরাপত্তা-বলয় হিসেবে কাজ করে।সিরিয়া, ইরাক, জর্ডান এবং ইয়েমেন থেকে ইরান সমর্থিত স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হামলা থেকে ইসরাইলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র এখন এই পদক্ষেপ-গ্রহণ করেছে। অপর এক খবরে বলা হয়, দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যে রক্তক্ষয়ী সংঘাত চলছে, তার স্থায়ী সমাধান হতে পারে মাত্র একটি শর্ত বাস্তবায়ন করলে; আর সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। কয়েক দিন আগে তুরস্কের দৈনিক হুরিয়েতকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। শুক্রবার সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে হুরিয়েত। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, “গত বেশ কয়েক দশক ধরে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। সম্প্রতি আমরা দেখছি যে ওই অঞ্চলে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে এবং একের পর এক দেশ এমন এক সংঘাতের ঘূর্ণাবর্তে ডুবে যাচ্ছে, যেখান থেকেই কেউই জয়ী হয়ে ফিরতে পারবে না।” “অথচ মাত্র একটি শর্ত পূরণ হলেই সংঘাত-সহিংসতা বন্ধ হয়ে যাবে মধ্যপ্রাচ্যে। সেটি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্থাপন করা এবং এই কাজটি করতে হবে ১৯৬৭ সালে দুই দেশের যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, তা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরাইলি ভূখণ্ডে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের শুরু। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনও চলছে। ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন, অন্যদিকে গাজায় ইসরাইলি বাহিনীর চলমান অভিজানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি। তবে এ যুদ্ধ শুধু গাজা উপত্যকাতেই সীমাবদ্ধ থাকেনি; লেবানন, ইরান ও সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। গত সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সময়ে সিরিয়া এবং ইরানে সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে যে কোনো সময়ে ইসরাইলে সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছেন। ইসরাইলি বাহিনীর অভিযানে ইতোমধ্যে হামাস এবং লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের প্রায় সবাই নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি বাহিনী অভিযান শুরুর এক সপ্তাহ পর প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। পরিষদের অপর স্থায়ী সদস্য চীন সেই প্রস্তাবে সমর্থনও জানিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে সেটি গৃহীত হয়নি। হুরিয়েতকে ল্যাভরভ বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু সহিংসতা যদি অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন মহাবিপর্যয় শুরু হবে।” রয়টার্স, আরটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০
কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক