এবার টোঙ্গা সফরে যাচ্ছে চীনের ‘পিস আর্ক’
স্থানীয় সময় রোববার সকাল ১০টায়, চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতাল ‘পিস আর্ক’, কিরিবাতি সফর শেষ করে টোঙ্গার দিকে রওয়ানা হয়।
এর আগে কিরিবাতির তারাওয়া বন্দরে ‘পিস আর্ক’ টানা ৭ দিন বিনামূল্যে স্থানীয়দের চিকিৎসাসেবা প্রদান করে।
এ সময়কালে কিরিবাতির প্রেসিডেন্ট তনেতি মামাউ তিন বার এই ভাসমান হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসাকর্মী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তনেতি মামাউ চীনা চিকিৎসকদের লক্ষ্য করে...