টোকিওতে অফিস খুলতে চায় ন্যাটো
টোকিওতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয় চালু করা নিয়ে জাপান সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সিএনএনকে দেয়া সাক্ষাতকারে স্টলটেনবার্গ বলেছেন যে জাপান হচ্ছে ন্যাটোর জন্য খুবই ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার।
একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে রাশিয়া ও চীনের চিন্তা মাথায় রেখে ভারত-প্রশান্ত মহাসাগর অংশীদারদের সাথে ন্যাটোর অংশীদারীত্ব জোরদার করা দরকার। অফিস কবে খোলা হতে পারে সে...