জার্মানিতে অবিলম্বে আস্থাভোটের ডাক বিরোধীদের
জার্মানিতে ক্ষমতাসীন জোটে ভাঙনের পর জানুয়ারিতে আস্থাভোট নিতে চান চ্যান্সেলর ওলাফ শলৎস। কিন্তু বিরোধীরা দেরি করতে চান না।
প্রধান বিরোধী দল সিডিইউ-এর নেতা ফ্রিডরিখ মেরজের সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের বৈঠক হয়েছে। শলৎস এই আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। তারপর মেরজ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে একঘণ্টা ধরে কথা হয়।
মনে করা হচ্ছে, স্টাইনমায়ারের সঙ্গে মেরজের...