মাস্কের ক্ষমা প্রার্থনা
টুইটারকর্তা ইলন মাস্ক আর বিতর্ক যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। টুইটারের মালিকানা গ্রহণ করার পর থেকেই প্রায় প্রতিদিনই যেকোনও বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ধনকুবের। ইলনের সাম্প্রতিকতম বিতর্ক সৃষ্টি হয়েছে টুইটারের এক প্রাক্তন কর্মীর শারীরিক অক্ষমতা নিয়ে কটূক্তির প্রসঙ্গে। তবে এবার নিজের চেনা অবস্থান থেকে সরে গিয়ে সেই কর্মীর কাছে দুঃখপ্রকাশ করলেন ইলন। মঙ্গলবারই টুইটারের প্রাক্তন কর্মী থরলেইফসনের শারীরিক অক্ষমতা...