২০২৩ সালে ইইউ সীমান্তে মৃত শরণার্থীর সংখ্যা প্রকাশ করেছে মিনস্ক
বেলারুশের সীমান্তে ইইউ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অভিযানে দশজন অভিবাসী নিহত হয়েছে, বেলারুশীয় রাজ্য সীমান্ত কমিটির মুখপাত্র আন্তন বাইচকোভস্কি শুক্রবার তাসকে বলেছেন।‘চলতি বছর, ১০ জন অভিবাসীর লাশের সন্ধান পাওয়া গেছে, যাদের মধ্যে চারটি লাশ লাটভিয়ার সীমান্তে পাওয়া গেছে,’ ২০২১ সালে অভিবাসন সঙ্কট শুরু হওয়ার পর থেকে তিনি এই প্রবণতাটিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। বাইচকোভস্কির মতে, এ বছরের শুরু থেকে, বেলারুশিয়ান সীমান্তরক্ষীরা...