লোহিত সাগরে তিনদিনে দ্বিতীয়বার মুখোমুখি হুথি-আমেরিকা।
ফের লোহিত সাগরে যুদ্ধের মেঘ। এবার বিদ্রোহী গোষ্ঠী হুথির ছোড়া জোড়া ব্যালেস্টিক মিসাইল ধ্বংস করল আমেরিকার ডেস্ট্রয়ার। শনিবার ফের ভিনদেশী পণ্যবাহী জাহাজকে নিশানা করেছিল ইরানের মদতপুষ্ট হুথিরা। মিসাইল ছুড়ে পন্যবাহী জাহাজ ধ্বংসের চেষ্টা করে তারা। পালটা মার্কিন নৌসেনার সাহায্য চায় জাহাজের কর্মীরা। তাদের আবেদনে সাড়া দিয়ে ডেস্ট্রয়ার নিয়োগ করে আমেরিকার নৌসেনা। যা গত তিনদিনে দ্বিতীয়বার।
শনিবার ডেনমার্কের একটি জাহাজ লক্ষ করে...