হজ্ব-উমরার আমলসমূহ মর্তবা ও ফযীলত-১
২৫ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০৩ এএম
মুমিন বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত দান করেছেন, যার মাধ্যমে বান্দা রূহানী তারাক্কী, কলবের সুকুন ও প্রশান্তি এবং দুনিয়া-আখেরাতের খায়ের ও কল্যাণ লাভ করে থাকে। এসবেরই একটি হল হজ্ব। আল্লাহ তাআলা বান্দাকে বাইতুল্লাহ্র হজ্ব করার নির্দেশ দিয়েছেন, যেন এর মাধ্যমে তারা গুনাহ থেকে পাকসাফ হয় এবং জান্নাতে উচ্চ মর্তবা ও মাকাম লাভ করে।
আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) ইরশাদ করেছেন : আল্লাহর পথের মুজাহিদ এবং হজ্ব ও উমরাকারী হল আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দেন আর আল্লাহ্ও তাদের প্রার্থনা কবুল করেন। (সুনানে ইবনে মাজাহ : ২৮৯৩)। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : হজ্ব ও উমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আর আল্লাহ্ও তাদের প্রার্থনা কবুল করেন। (মুসনাদে বাযযার : ১৬৬১)।
আজকের আলোচনায় হজ্ব ও উমরার কিছু ফযীলত উল্লেখ করা হল। যেন এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে অনুপ্রাণিত ও উৎসাহী হতে পারি। হজ্বের ফযীলত : আবু হুরায়রা রা. বলেন, আমি আল্লাহর রাসূল (সা.) কে বলতে শুনেছি : যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্ব করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকল, সে ঐ দিনের মতো নিষ্পাপ হয়ে হজ্ব থেকে ফিরে আসবে, যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। (সহীহ বুখারী : ১৫২১)।
অন্য এক বর্ণনায় তিনি বলেন : নবীজী (সা.) কে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন। জিজ্ঞাসা করা হল, এর পর কোনটি? বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বলা হল, এরপর? তিনি বললেন, মাবরূর হজ্ব। (সহীহ বুখারী : ১৫১৯)। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) ইরশাদ করেছেন :
...মাবরূর হজ্বের প্রতিদান কেবল জান্নাত। (সহীহ বুখারী : ১৭৭৩)।
আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : আল্লাহ তাআলা তিন ব্যক্তির দায়িত্বভার গ্রহণ করেন। যথা : ১. যে ব্যক্তি আল্লাহর কোনো মসজিদের উদ্দেশে বের হয়। ২. যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে বের হয়। ৩. যে ব্যক্তি হজ্বের উদ্দেশে বের হয়। (মুসনাদে হুমাইদী : ১১২১)।
দুর্বলদের জিহাদ হল হজ্ব : উম্মে সালামা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : হজ্ব হল প্রত্যেক দুর্বলের জিহাদ। (সুনানে ইবনে মাজাহ : ২৯০২ )। মহিলাদের হজ্ব করার ফযীলত : উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি নবী (সা.)কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। তাহলে আমরা (নারীরা) কি জিহাদ করব না? উত্তরে নবীজী (সা.) বললেন : না; তোমাদের জন্য উত্তম জিহাদ হল মাবরূর হজ্ব। (সহীহ বুখারী : ১৫০২)।
উমরার ফযীলত : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন : এক উমরা অন্য উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল কিছুর কাফফারা। আর মাবরূর হজ্বের একমাত্র প্রতিদান জান্নাত। (সহীহ বুখারী : ১৭২৩)।
হজ্বে খরচ করার ফযীলত : উম্মুল মুমিনীন আয়েশা রা. রাসূলুল্লাহ (সা.) কে বললেন, হে আল্লাহর রাসূল! লোকেরা তো দুইটি ইবাদত নিয়ে ফিরে যাচ্ছে আর আমি শুধু একটি নিয়ে ফিরব? তখন তাঁকে বলা হল : অপেক্ষা কর। যখন তুমি পবিত্র হবে তখন তানঈমে যাবে এবং (উমরার) ইহরাম বাঁধবে। এরপর অমুক স্থানে যাও। অবশ্য এসবের প্রতিদান হবে তোমার ব্যয় ও কষ্ট অনুযায়ী। (সহীহ বুখারী : ১৭৮৭)।
অন্য বর্ণনায় তিনি আরো বলেন, আল্লাহর রাসূল (সা.) আমাকে উমরার সময় বললেন : তোমার ব্যয় অনুপাতে উমরার প্রতিদান দেওয়া হবে। (মুস্তাদরাকে হাকেম : ১৭৭৭ (১৭৩৪)। হজ্ব-সফরের ফযীলত : আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি : আল্লাহ তাআলা হজ্ব আদায়কারীর উটনীর প্রতি কদমে একটি নেকী লেখেন কিংবা একটি গুনাহ মুছে দেন। অথবা একটি মর্তবা বুলন্দ করেন। (সহীহ ইবনে হিব্বান : ১৮৮৭)।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন
কর্মসূচি স্থগিত করলেন অটোরিকশা চালকরা
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব আন্দালিভ রহমান পার্থের
বেপরোয়া গতিহীন যানবহনে মধ্যাঞ্চলের মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে
দেড় দিনেই রাজশাহীকে হারাল ঢাকা
ঢাকা-বেনাপোল রুটের পরিবহনগুলোর ধর্মঘট আহবান
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে মধ্যে সংঘর্ষে আহত ১০
রাবির ১৩ শিক্ষার্থী পেলেন ‘ডীনস অ্যাওয়ার্ড’
বিরল মাইলফলকে সিমিওনে
বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ ১১০দিন পর উত্তোলন
বিএনপি জনগনের সেবার ব্রত নিয়ে রাজনীতি করে - মাফরুজা সুলতানা হাফিজ
চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে যাওয়ার সময় আখাউড়ায় আটক
মাদারীপুরে দুই হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও সাবেক সাংসদ সোবাহান গোলাপ কারাগারে
ইবিতে হাতেনাতে ২ চোর আটক
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মেজর এম.এ জলিলকে বীর উত্তম খেতাব ফিরিয়ে দিতে হবে : মেজর হাফিজ
সজাগ-সতর্ক না থাকলে হায়নারা আবারও পরিবেশকে বিনষ্ট করবে : এ্যানি
ইসলামী শক্তিগুলোর উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ কেউ : ড. আহমদ আবদুল কাদের
ইসরায়েলি হামলায় গাজার এক নারী বন্দী নিহত, দাবি হামাসের
সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে ১০ শ্রমিক দগ্ধ