ব্যক্তি ও কর্মের ভালো-মন্দ-১
ব্যক্তি বা কর্মের মূল্যায়ন এক বিষয় আর কারো প্রতি কটূক্তি সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও অনেক ক্ষেত্রে এ দু’য়ের শব্দ-বাক্য এক হয়ে থাকে। এ কারণে খুব মনোযোগের সাথে লক্ষ্য না করলে কারো কাছে কটূক্তিকে মূল্যায়ন কিংবা মূল্যায়নকে কটূক্তি বলে মনে হতে পারে। ‘ভালো-খারাপ’ শব্দ দুটি প্রয়োগের বিচারে সাধারণ দুটি শব্দ। এরা যেমন মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় তেমনি কটূক্তির ক্ষেত্রেও হয়। সুতরাং...