বৃদ্ধাশ্রম : মানবতার প্রতি এক চরম উপহাস-২
পিতা-মাতার শোকর আদায়ের সবচেয়ে উপযুক্ত সময় হলো তাদের বার্ধক্য। কারণ এ সময় তারাও শিশুর মতো হয়ে যান। নিজেরা কিছুই করতে পারেন না। সন্তানই তখন তাদের অন্ধের যষ্ঠি। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন : তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তাকে ছাড়া আর কারও ইবাদত করো না, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, পিতা-মাতার কোনও একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে...