শঙ্কা ও ভয় : ঈমানের আরেক সঙ্গী-২
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে : যেদিন আল্লাহর শত্রæদের জাহান্নামের দিকে সমবেত করা হবে, সেদিন তাদের বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। (সূরা হামীম আস-সাজদা : ১৯-২০)।
নিশ্চিন্ত থাকার তাই কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা একদিকে যেমন আমাদের আশার বাণী শুনিয়েছেন এভাবে : বল,...