ইসলাম শান্তির ধর্ম কেন ও কীভাবে-১
‘ইসলাম শান্তির ধর্ম’ কথাটি মুসলিম মাত্রই মনের কথা এবং অতি সত্য ও বাস্তব কথা। তবে বহুল উচ্চারিত অনেক সত্য কথার মতো এ কথারও মর্ম ও বিস্তৃতি সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন। কারণ, সঠিক কথারও ভুল বা অসম্পূর্ণ অর্থ গ্রহণের সম্ভাবনা থাকে। কুরআন মাজিদে আল কুরআনের তথা ইসলামের শিক্ষা ও বিধানের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এভাবেÑ ‘...তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এসেছে...