ইবনে সিনা; চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী মুসলিম মনীষী
ইবনে সিনা ছিলেন একজন পারসিক মুসলিম বহুবিদ্যাবিশারদ। তার পুরো নাম আবু আলি হুসাইন বিন আব্দুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। তিনি আবু আলী সিনা, পুর সিনা বা পাশ্চাত্যে ল্যাটিন ভাষায় আভিসেনা (Avicenna), হিব্রু ভাষায় তার নাম আভেন সিনা (Aven Sina) নামেও পরিচিত। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়।...