ঈদ পরবর্তী করণীয় এবং শাওয়ালের ছয় রোজা
অতুলনীয় ফজিলতের মাস রমজান। পুরো মাসজুড়েই সিয়াম-সাধনায় মগ্ন ছিলেন আল্লাহ প্রেমিক মুমিন বান্দাগণ। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ রোজা। বছরে একটি মাত্র মাসই রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। বিরামহীন এক মাসের কঠোর সিয়াম -সাধনার পর যখন আকাশে নতুন চাঁদ ওঠে,রোজাদার মুসলমানগণ তখন তাদের সিয়াম-সাধনার একটি পুরস্কার লাভ করে। রমজানের পরবর্তী মাসটি হচ্ছে শাওয়াল আর শাওয়ালের প্রথম তারিখই হচ্ছে...