বহুমাত্রিক কবি আবিদ আজাদ

Daily Inqilab জসীম উদ্দীন মুহম্মদ

১২ জানুয়ারি ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:১২ এএম

বাংলা সাহিত্যের বরেণ্য ও বহুমাত্রিক কবি আবিদ আজাদ ও আমি একই জেলার মানুষ। শুধু যে একই জেলার তাই নয়, বাড়িও কাছাকাছি। বিশিষ্ট কবি শ্রদ্ধেয় আবিদ আজাদ এর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চিকনিরচর গ্রামে। আমরা অবশ্য চিকনিরচর বলি না। আমরা বলি, চিনিরচর। চিনিরচর অসাধারণ প্রাকৃতিক লাবণ্যম-িত এক ছায়া সুনিবিড় গ্রাম। ঠিক যেন ছবির মত দেখতে। যদিও আমি যখন গিয়েছিলাম; তখন রাস্তাঘাট কাঁচা ছিল। কিন্তু এখন শুনেছি রাস্তাঘাটের আমূল পরিবর্তন ঘটেছে। কাঁচা থেকে পাকা হয়েছে।

আবিদ আজাদ বাংলা ভাষা ও সাহিত্যের একজন প্রথিতযশা আধুনিক কবি। তিনি বাংলাদেশের বিংশ শতাব্দীর কবিতার ইতিহাসে সত্তর দশকের স্বনামধন্য কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। তার কবিতার শরীর নানাবিধ বৈশিষ্ট্যমন্ডিত; যদিও লিরিকধর্মী, অনুচ্চকণ্ঠ এবং চিত্রময় হিসাবেই তার কবিতা সমধিক প্রসিদ্ধ। তিনি শিল্প ও সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’ এর প্রকাশক এবং সম্পাদক ছিলেন।

জন্ম ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৬ নভেম্বর। সত্তরের কালপর্বে কবিতার ভুবনে আবিদ আজাদের গৌরবময় আবির্ভাব। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ (১৯৭৬) প্রকাশের সঙ্গে সঙ্গেই তরুণতম কবি হিসেবে তিনি পাঠক ও বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। ষাটের দশকের সংগ্রাম, সংঘাত, আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ সত্তরের কবিদের মানস গঠনে তিনি ক্রিয়াশীল ছিলেন। “ঘাসের ঘটনা ছাড়াও তাঁর নি¤েœাক্ত গ্রন্থাবলি রয়েছে। যথা:

আমার মন কেমন করে (১৯৮০), বনতরুদের মর্ম (১৯৮২), শীতের রচনাবলি (১৯৮৩), কবিতার স্বপ্ন (১৯৮৩), আমার স্বপ্নের আগ্নেয়াস্ত্রগুলি (১৯৮৭), ছন্দের বাড়ি ও অন্যান্য কবিতা (১৯৮৭), তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে? (১৯৮৮), আমার কবিতা (১৯৮৯), আবিদ আজাদের কবিতা (১৯৯১), আরো বেশি গভীর কুয়াশার দিকে (১৯৯৩), আমার অক্ষমতার গল্প (১৯৯৮), খেলনাযুগ ও অন্য একুশটি কবিতা (২০০০), রূপকথা (১৯৯৭), কাকতাড়ুয়া (২০০০) (উপন্যাস), আমেরিকা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না (২০০৫) প্রভৃতি।

বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। যেমন: বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি, তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার (১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার (১৯৯৪, পশ্চিমবঙ্গ) লাভ করেন। এছাড়াও তিনি ২০১৮ সালে মরণোত্তর সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। বরেণ্য এই কবি ২০০৫ সালের ২২ মার্চ ৫২ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এবার প্রিয়কবি আবিদ আজাদ এর কবিতা থেকে উদ্ধৃতি সহ কিছুটা আলোকপাত করা যাক।
‘সমালোচকের উদ্দেশ্যে’ কবিতায় কবি লিখেছেন,

সমালোচনা থামুক এবার তর্ক উঠুক গাছের মাথায়/
কবিতা কি গোয়ার্তুমি, আটি খুঁড়ে তুলবো খাতায়?.... কী অসাধারণ একটি পঙক্তি! মাত্র দুই চরণের এই অণু কবিতার গভীরতাও সুবিশাল। সমালোচনা সাহিত্যেরই একটি বিশেষ শাখা। সমালোচনা সাহিত্য ব্যতীত যে কোনো সাহিত্যের প্রকৃত মান বাছাইয়ের আর কোনো পন্থা নেই। যদিও সমালোচনা একটি সুকঠিন কাজ সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সমালোচনা করা রীতিমতো দুষ্কর এবং ধৃষ্টতা। তাই আলোচ্য কবিতায় কবি আবিদ আজাদ অত্যন্ত কাব্যিক সুষমা সমৃদ্ধ ভাষায় সমালোচকদের একহাত নিয়েছেন। পাশাপাশি কবিতার চিরন্তন ও লাবণ্যময় সত্ত্বার প্রতি তীক্ষ্ণ ইঙ্গিত করেছেন। যা তাকে অন্যান্য অনেক কবি এবং সাহিত্যিক থেকে নিজস্ব স্বাতন্ত্র্য দান করেছে।

এবার প্রিয়কবি আবিদ আজাদ এর আরও একটি বিখ্যাত কবিতা নিয়ে যৎসামান্য আলোচনা করা যাক। কবিতাটির নাম- ‘ছোটোগল্প’/ আবিদ আজাদ

ছোট্টো ভীষণ ছোট্টো লাগছে সব। /কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই তুচ্ছ পোশাক/ আমার গায়ের হাফহাতা শার্ট, স্বপ্নভুক ছেঁড়া গেঞ্জি/এ্যাশকালারের জ্যাকেট, ধূসর পাঞ্জাবি আর/ গহন বনের ঝরাপাতার গর্জনহীন আমার জুতো/ চোরাবালির হাতছানিহীন আমার মোজা/ এমন কি এই জ্যোৎস্নারাতে ভূতে-পাওয়া পাগল রুমাল,/ তারাভর্তি গরিব পকেট ছোট্টো,/ ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে সবাই/

কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই ছোট্টো জীবন/ ছোট্টো ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে মানুষ..... ছোট্রো এই কবিতাটি পড়তে পড়তে আমি ভাবনার এক অতল গহ্বরে হারিয়ে গেলাম। বিজ্ঞান এবং প্রযুক্তির এতো এতো উন্নতি এবং সমৃদ্ধির মাঝেই আমরা সবাই ভীষণ রকম ছোট্ট হয়ে যাচ্ছি। ধীরে ধীরে ছোট্ট হয়ে আসছে আমাদের পরিধেয় বস্র। এমনকি আমাদের চিন্তা, চেতনা, মন-মানস সবকিছুই যেন ক্রমাগত ছোট্ট হয়ে আসছে। এই আক্ষেপের চরম কিন্তু নান্দনিক প্রকাশ এই কবিতাটি। যা একবার নয়, বারবার পাঠেও প্রকৃত পাঠকের তৃপ্তি মিটবে না। সত্যিকথা বলতে কী, কবিতা যখন সমসাময়িক হয়, কবিতা যখন গণমানুষের জীবন বাস্তবতার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়; তখন কবিতা সার্থক হয়।

আবিদ আজাদ এর আরও একটি কবিতার উদ্ধৃতি না দিয়ে পারছি না। যে কবিতাটি তিনি তার কাব্য জীবনের প্রথম দিকে লিখেছিলেন; অথচ কী অসাধারণভাবেই না কবিতাটির বিষয়বস্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সাথে, আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। সার্থক কবিতা বুঝি একেই বলে! কবিতাটির নাম- পরকীয়া/ আবিদ আজাদ

আমার মন্ত্রের আগে সে ছিলো সবুজ বয়সে আবৃত :
কিছুদিন কেঁপেছিলো যেমন এ ডাল থেকে ও ডালে যাবার/ আগে বিবাহিতা/ ফল ঝড়ের ভিতরে : আমাকে দেখিয়ে দেয় তার/ তিনটি সন্তান,/সংসারের অজুহাত তুলে/ দোল খায়-আর/ এইভাবে একদিন সে আমার

মন্ত্রের চূড়ায়/বর্ণোজ্জ্বল শুয়ে পড়ার আগেই মন্ত্রপুতঃ বলে : “আমি-তুমি ছাড়া

সারাটা পৃথিবী দেহচ্যুত নষ্ট হলুদ বাকল/ কাছে এসো রাজা,/ আমার ভিতরে ভালোবাসা ছাড়া আর কোন পাপ/ নেই, এই দেখ–”/ তবে আমি তাকে একটি চুমোর বেশি কোনোদিন/ দীক্ষা ও দেইনি।/ আত্মার বিবাহ হলে বাকী থাকে দেহোপজীবিনী/বিভা : পরস্ত্রীর পাতার আড়ালে।/ আমার মন্ত্রের পরে উচ্চারিত বলুক সে তবে

আমি কেউ নই কিছু নই তার? কাব্যগ্রন্থ: ঘাসের ঘটনা।
আমি - তুমি ছাড়া

সারাটা পৃথিবী দেহচ্যুত নষ্ট হলুদ বাকল.... ভাবা যায় কী আবেগপূর্ণ অনন্য এবং অনবদ্য উপমা সমৃদ্ধ আত্মিক উচ্চারণ! সত্যি কথা বলতে কী, পরকীয়া প্রেমের বর্ণনা করার জন্য এই একটি মাত্র পংক্তিই যথেষ্ট। কবিতায় বেশি কথা থাকতে নেই। অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়; তেমনি বেশি কথায় কবিতা নষ্ট হয়। অল্প কথায় অধিক ভাবের স্ফুরণ ঘটনোই মুলত কবিতা। যা আমরা আবিদ আজাদ এর কবিতা পড়লে সহজেই বুঝতে পারি।

আবিদ আজাদ এমনি আরও অসংখ্য কবিতা লিখেছেন ; যার প্রায় প্রতিটি কবিতা-ই সাহিত্যের মান বিচারে কালোত্তীর্ণ। তার কবিতার ভাষা, ভাব, শব্দালংকার, উপমা, অনুপ্রাস, অন্ত্যমিল এককথায় অসাধারণ এবং অতুলনীয়।


বিভাগ : সাহিত্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

কবিতা
গাণিতিক
সাহিত্যে সমালোচনা ভীতি কাটানোর উপায়
কবিতা
জুলাইবিপ্লবের রক্তাক্ত দলিল
আরও
X

আরও পড়ুন

বদলি নেমে মেসির গোল, শেষ আটে মায়ামি

বদলি নেমে মেসির গোল, শেষ আটে মায়ামি

ইতালির বিপক্ষে জার্মান দল ঘোষণা

ইতালির বিপক্ষে জার্মান দল ঘোষণা

ফিরলেন এমবাপে, প্রথমবার ফ্রান্স দলে ডুয়ে

ফিরলেন এমবাপে, প্রথমবার ফ্রান্স দলে ডুয়ে

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর: নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রোহিঙ্গা ক্যাম্পের সফর এলাকা

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর: নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রোহিঙ্গা ক্যাম্পের সফর এলাকা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ: আসামিদের জামিন, প্রতিবাদে থানা ঘেরাও

মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ: আসামিদের জামিন, প্রতিবাদে থানা ঘেরাও

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর আজ, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর আজ, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার

লালপুরে স্কুলপড়ুয়া মেয়েকে ইভটিজিং, থানায় অভিযোগ দেওয়ায় বাবাকে পেটালো বখাটে

লালপুরে স্কুলপড়ুয়া মেয়েকে ইভটিজিং, থানায় অভিযোগ দেওয়ায় বাবাকে পেটালো বখাটে

পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন-ইরান-রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন-ইরান-রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

যশোরের অভয়নগরে ১২বছরের মাদ্রাসা ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

যশোরের অভয়নগরে ১২বছরের মাদ্রাসা ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আমেরিকান এয়ারলাইনসে আগুন, যাত্রীরা ডানা দিয়ে নামলেন

আমেরিকান এয়ারলাইনসে আগুন, যাত্রীরা ডানা দিয়ে নামলেন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আশুলিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ইফতারে অতিরিক্ত খাবার হতে সতর্ক থাকুন, অস্বস্তি এড়ান

ইফতারে অতিরিক্ত খাবার হতে সতর্ক থাকুন, অস্বস্তি এড়ান

বায়ুদূষণে বিশ্বে আজ শীর্ষে দিল্লি, ৮ম স্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বে আজ শীর্ষে দিল্লি, ৮ম স্থানে ঢাকা

জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ

জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ

গৌরীর সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আমির

গৌরীর সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আমির

‘অতি উদার হইতে যাইয়েন না, মুক্তি মিলবে না, যেমনটা চব্বিশেও মিললো না’

‘অতি উদার হইতে যাইয়েন না, মুক্তি মিলবে না, যেমনটা চব্বিশেও মিললো না’

মেটারনিটি শুটে আকর্ষণীয় লুকে রাহুল-আথিয়া

মেটারনিটি শুটে আকর্ষণীয় লুকে রাহুল-আথিয়া

ঈদের আগে-পরে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড

ঈদের আগে-পরে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড