গরমে বাড়ছে লোডশেডিং
০৯ মার্চ ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2023March/25-20230309231154.jpg)
গরমের তীব্রতা বাড়তেই বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে বাড়ছে বিদ্যুৎ সঙ্কট। তাতে একদিকে শিল্পকারখানায় উৎপাদন বিঘিœত হচ্ছে। অন্যদিকে বাড়ছে জনদুর্ভোগ। গ্যাস ও জ্বালানির অভাবে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। তাতে স্থায়ী রূপ নিয়েছে সংকট। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় রাতে দিনে দফায় দফায় লোডশেডিং দিতে হচ্ছে। সামনে গরমের তীব্রতা বাড়লে বাড়বে বিদ্যুতের চাহিদা। বিশেষ করে পবিত্র রমজান মাসে চাহিদার বিপরীতে সরবরাহ বাড়াতে না পারলে রোজাদারদের দুর্ভোগের মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, শতভাগ বিদ্যুতের দেশে এখন এই বিদ্যুৎ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য চট্টগ্রাম অঞ্চলে একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। কিন্তু গ্যাস, বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট বিনিয়োগ সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে অনেক কারখানা প্রস্তুত হলেও গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদনে যেতে পারছে না। সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত চট্টগ্রাম নগরীতে গড়ে উঠেছে অসংখ্য কল-কারখানা। দেশের সবচেয়ে বড় ইপিজেড চট্টগ্রামে। দেশের প্রথম বেসরকারি ইপিজেড কোরিয়ান ইপিজেডসহ এই অঞ্চলের তিনটি ইপিজেডে রয়েছে দেশি-বিদেশি বিনিয়োগে কয়েক হাজার শিল্প কারখানা। চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে আছে অংসখ্য রি-রোলিং মিল, শতভাগ তৈরী পোশাক কারখানা, ইস্পাত কারখানাসহ নানা রকমের ভারী শিল্প। কিন্তু বিদ্যুতের অভাবে এসব শিল্প কারখানায় উৎপাদনের চাকা থমকে গেছে।
বৈশি^ক অর্থনৈতিক মন্দা এবং দেশে ডলার সংকটে এমনিতেই আমদানি-রফতানি স্থবির হয়ে পড়েছে। দেশের সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানিকৃত কাঁচামালের দাম বেড়েছে। তার উপর বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। বিকল্প উপায়ে কারখানার চাকা সচল রাখতে গিয়ে বাড়ছে উৎপাদন ব্যয়। তাতে লোকসানের মুখে শিল্প কারখানার মালিকেরা। তাদের ব্যাংক ঋণের দায়-দেনা বেড়েই চলছে। বড় কারখানাগুলো কোনমতে টিকে থাকলেও অস্তিত্বের সংকটে পড়েছে ছোট ও মাঝারি শিল্প কারখানা। সবচেয়ে বেশি ধুকছে শতভাগ তৈরী পোশাক কারখানা। পোশাক মালিকরা বলছেন, অর্থনৈতিক মন্দায় বিদেশের বাজারে বাংলাদেশী পোশাকের দাম কমে গেছে। কিন্তু দেশে বাড়ছে পোশাকের উৎপাদন ব্যয়। তাতে লোকশান দিতে হচ্ছে। অনেক কারখানায় নামে মাত্র উৎপাদন হচ্ছে। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া পড়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে আর্থ-সামাজিক অবস্থায়।
বিদ্যুতের অভাবে সার্বিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে। নগরীর অভিজাত বিপণি কেন্দ্র থেকে শুরু করে শপিংমল ও মার্কেটগুলোতে বেচাকেনায় মন্দা অবস্থা বিরাজ করছে। সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। অথচ গ্রাহকেরা নিয়মিত এবং চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে মানুষের সার্বিক জীবন যাত্রার ব্যয় বেড়ে গেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতি বেড়েই চলছে। তাতে স্বল্প ও সীমিত আয়ের মানুষ সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে তা বলা যাচ্ছে না।
চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে ২২টি বিদ্যুৎকেন্দ্র ও ইউনিট রয়েছে। এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৪৪২ মেগাওয়াট। তবে এসব কেন্দ্র পুরোদমে সচল থাকলে সর্বোচ্চ দুই হাজার ৩৮২ মেগাওয়াট সরবরাহ পাওয়া যায়। কিন্তু গ্যাস ও জ্বালানি তেল নির্ভর বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে রাখায় উৎপাদন কমে গেছে। হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় কাপ্তাই মহাবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন অস্বাভাবিকভাবে কমে গেছে। ২৩০ মেগাওয়াট ক্ষমতার চালু চারটি ইউনিট থেকে নামমাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ মিলছে।
গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। বন্ধ শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টও। খরচ বাঁচাতে ফার্নেস অয়েল নির্ভর কয়েকটি বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রাখা হচ্ছে। আবার এসব বিদ্যুৎকেন্দ্র সারাদিন বন্ধ রেখে সন্ধ্যায় পিকআওয়ারে কিছু সময়ের জন্য সচল রাখা হচ্ছে। কিছু বিদ্যুৎকেন্দ্র সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে যাওয়ায় উৎপাদন কমে গেছে। পিডিবির হিসাবে, চট্টগ্রামে চালু বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে দিনের বেলায় ৮০০ থেকে সাড়ে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর সন্ধ্যায় পিকআওয়ারে উৎপাদন হচ্ছে এক হাজার ১৭৮ মেগাওয়াট। চট্টগ্রামের চাহিদা আরো বেশি। চাহিদার চেয়ে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ ঘাটতি চরম আকার ধারণ করছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বিদ্যুৎ চলে যায়। কোথাও এক ঘণ্টা কোথাও আবার দেড় ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দেয়া হয়। মহানগরীর চেয়ে গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি বেশি শোচনীয়। এখন চলছে বোরো আবাদ। সেচনির্ভর এ ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি। অথচ বিদ্যুতের অভাবে অচল থাকছে সেচযন্ত্রগুলো। এর ফলে ফসলের উৎপাদন বিঘিœত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
![ফরজ নামাজের পর বিভিন্ন তাসবীহ ও আয়াতুল কুরসি পড়া প্রসঙ্গে।](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/iq-20250214014536.jpg)
ফরজ নামাজের পর বিভিন্ন তাসবীহ ও আয়াতুল কুরসি পড়া প্রসঙ্গে।
![ভাষা শহীদ ভাষা সৈনিক লও সালাম](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/vhasha-shohid-logo-20250213233719.jpg)
ভাষা শহীদ ভাষা সৈনিক লও সালাম
![বসন্তের সুর যেন প্রকৃতির হৃৎস্পন্দন হয়ে বাজে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/6-20250213233820.jpg)
বসন্তের সুর যেন প্রকৃতির হৃৎস্পন্দন হয়ে বাজে
![আজ পবিত্র শবে বরাত](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/4-20250213233918.jpg)
আজ পবিত্র শবে বরাত
![তিস্তা আমাদের প্রাণ ও আমাদের জীবন রেখা -আসাদুল হাবিব দুলু](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/7-20250213234136.jpg)
তিস্তা আমাদের প্রাণ ও আমাদের জীবন রেখা -আসাদুল হাবিব দুলু
![৮৪৮ নেতাকর্মী হত্যার ঘটনায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250213234220.jpg)
৮৪৮ নেতাকর্মী হত্যার ঘটনায় হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
![রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হচ্ছে কাল](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250213234319.jpg)
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হচ্ছে কাল
![আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250213234401.jpg)
আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি
![র্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘের সুপারিশ প্রশ্নে সবাই বসে সিদ্ধান্ত](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/jahingir-alam-chow.-20250213234516.jpg)
র্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘের সুপারিশ প্রশ্নে সবাই বসে সিদ্ধান্ত
![হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/bang-ind-20250213234622.jpg)
হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা
![সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/8-20250214003056.jpg)
সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি
![আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হয়েছে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/2-20250213234820.jpg)
আন্দোলনে হেলিকপ্টারের ব্যবহার নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যা বলা হয়েছে
![নির্বাচন ডিসেম্বরেও হতে পারে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/3-20250213234859.jpg)
নির্বাচন ডিসেম্বরেও হতে পারে
![ফ্যাসিস্টদের পক্ষে বিএনপি’র আইনজীবী!](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/5-20250213235000.jpg)
ফ্যাসিস্টদের পক্ষে বিএনপি’র আইনজীবী!
![ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/img-20250214-wa0000-20250214011616.jpg)
ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা
![মেট্রোরেল স্টেশনে বসছে এটিএম মেশিন](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250214013646.jpg)
মেট্রোরেল স্টেশনে বসছে এটিএম মেশিন
![সর্বনিম্ন বিয়ের নতুন রেকর্ড চীনে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250214013747.jpg)
সর্বনিম্ন বিয়ের নতুন রেকর্ড চীনে
![ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ওমানে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250214013908.jpg)
ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ওমানে
![সংস্কারের পর নির্বাচন করতে হবে](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250214014028.jpg)
সংস্কারের পর নির্বাচন করতে হবে
![ট্রাম্পের রোষ এড়াতে যুক্তরাষ্ট্র সফরে মোদি](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/inq-graphics-20250214014158.jpg)
ট্রাম্পের রোষ এড়াতে যুক্তরাষ্ট্র সফরে মোদি