চবিতে সাংবাদিক পেটালো ছাত্রলীগ
২০ জুন ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে গিয়ে তাদের অনুমতি ছাড়া চেয়ারে বসায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই সাংবাদিক দোস্ত মোহাম্মদকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।
হামলার শিকার দোস্ত মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও একটি অনলাইন পোর্টালে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে দুই নেতার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ ও উপ-দপ্তর সম্পাদক আরাফাত রায়হান। অভিযুক্ত খালেদ মাসুদ ও আরাফাত রায়হান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসির) অনুসারী। এ উপগ্রুপের নেতৃত্ব দিতেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক।
ঘটনার বর্ণনা দিয়ে দোস্ত মোহাম্মদ বলেন, তিনি স্টেশনে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। ছাত্রলীগ নেতা খালেদ মাসুদসহ বেশ কয়েকজন আগে থেকেই সেখানে ছিলেন। তিনি খালেদের টেবিলের পাশ থেকে খালি একটি চেয়ার টেনে নিয়ে সেখানে বসেন। এ সময় খালেদ ‘তুমি’ বলে সম্বোধন করে জানতে চান, কার অনুমতি নিয়ে চেয়ারে বসেছেন। তিনি খালেদকে আগে থেকে চিনতেন। তাই জুনিয়র শিক্ষার্থী হয়েও ‘তুমি’ বলায় তিনি জানতে চান, ‘তুমি করে বলছ কেন? আমাকে চেনো?’ সঙ্গে সঙ্গে খালেদ তার হাতে থাকা গরম চাসহ কাপ তার মাথায় ছুঁড়ে মারেন।
দোস্ত মোহাম্মদ বলেন, আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলাম। খালেদ মাসুদ বলে, ‘তুই সাংবাদিক হইছোস তো কী হইছে? এরপর তার সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন আমাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তারা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে এবং পেটে লাথি মারতে শুরু করে। এর মধ্যে আরাফাত রায়হান বেশি মারধর করেছে। বাকিদেরও চিনি। দোস্ত মোহাম্মদ জানান, তার কিডনিতে আগে থেকেই সমস্যা আছে। পেটে আঘাত পাওয়ায় পেট ফুলে গেছে।
সাংবাদিক সমিতির নেতারা বলেন, এর আগেও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আগের ঘটনার বিচার না হওয়ায় একের পর এক হামলা হচ্ছে। তবে বিশ^বিদ্যালয় ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল