রাসিকে প্রতিদ্বন্দ্বিতাহীন মেয়র পদে নির্বাচন আজ
২০ জুন ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট আজ। জমজমাট নির্বাচনী প্রচারণার পর এখন ভোটের অংশ নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নগরীর ত্রিশটি ওয়ার্ডে ১৫২টি ভোট কেন্দ্রের ১৭৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন ভোটাররা। রাজশাহীতে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মেয়র প্রার্থীরা সরে দাঁড়ানোতে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে মূলত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।
রাসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিনলাখ ৫২ হাজার ১৫৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭১ হাজার ১৫৭জন। আর নারী ভোটারের সংখ্যা ১লাখ ৮০ হাজার ৯৭২জন। এখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। আর এবার প্রথমবারের মত ভোট দিবেন ৩০ হাজার ১৫৭ নতুন ভোটার। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী ছিল। আ. লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুরশীদ আলম, জাতীয় পাটির শফিকুল ইসলাম স্বপন ও জাকের পার্টির আনোয়ার লতিফ সুপ্ত। বরিশালের নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় পাটির প্রার্থী স্বপন ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রে। জাকের পার্টি রয়েছে মাঠে। আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তৃতীয়বারের মত সিটি মেয়রের পদটি অলংকৃত করতে যাচ্ছেন এটা একেবারে নিশ্চিত। কারণ তার বিপক্ষে শক্ত কোন প্রতিদ্বন্দ্বি নেই।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান জানান, ভোটের দিন সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। কিছু কিছু কেন্দ্রের গুরুত্ব একটু বেশি থাকে। এসব কেন্দ্রে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া আনসার সদস্যরাও কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এরই মধ্যে ভোটের মাঠে র্যাব নেমেছে। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন র্যাব সদস্য মাঠে থাকবেন। কোথাও বিশৃঙ্খলা হলে র্যাব সদস্যরা সেখানে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মাঠে থাকবেন।
অপরদিকে গতকাল সকালে রাজশাহী মেট্রোপলিন পুলিশ রাসিক নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালনকারী অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন হবে একটি মডেল স্বরূপ। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার কেনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশ এখন স্মার্ট পুলিশ। আগামীকাল নির্বাচনে এর প্রতিফলন ঘটাবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠে থাকবে র্যাব-৫ এর সদস্যরা। এনিয়ে তাদের পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে সংস্থাটি। মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, র্যাব-৫ এর ১৫টি মোবাইল ও স্ট্রাইকিং পেট্রোল, স্ট্রাইকিং ফোর্স কমান্ডারসহ ১০টি জিপ, ২টি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ টিম, সাদা পোশাকে গোয়েন্দা দল, সুপার মোবাইল মোটরসাইকেল টিম এবং অ্যাম্বুলেন্স নির্বাচনের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল