সেই ভদ্রের বিরুদ্ধে দুদকের আরেক মামলা
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
প্রকল্পের নামে ৯২ কোটি টাকা আত্মসাতের দায়ে ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার সংস্থার সহকারী পরিচালক মো: তানজিল হাসান বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে বলা হয়, সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’র প্রকল্প পরিচালক ছিলেন। ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি ডাক অধিদফতরের মহাপরিচালক ছিলেন। দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাৎ করেন, যা দ-বিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবেÑ মর্মে উল্লেখ করা হয় এজাহারে।
উল্লেখ্য, এটি এস এস ভদ্রের বিরুদ্ধে দুদকের দ্বিতীয় মামলা। এর আগে প্রকল্পের নামে ১৫ কোটি আত্মসাতের দায়ে গত বছর ২০ আগস্ট ভদ্রের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু আগাম জামিন থাকায় সে যাত্রায় আদালত থেকে ছাড়া পান তিনি।
ডাক অধিদফতরের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাজ মহাপরিচালক ছিলেন এস এস ভদ্র। তার দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এসব প্রতিবেদনের ভিত্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং দুদক পৃথক অনুসন্ধানে নামে। এসব অনুসন্ধানে দুর্নীতির সত্যতা প্রমাণিত হয়। অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এস এস ভদ্রের বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়।
ইনকিলাব প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডাক বিভাগের ব্যবহারের জন্য ২০ হাজারটি পওস মেশিন কেনেন এস এস ভদ্র। কাজে লাগেনি একটিও। সরকারি এ কেনাকাটায় লুট হয় অন্তত ১শ’ কোটি টাকা। কোনো ধরনের সার্ভার না কিনেই আত্মসাৎ করা হয় এ অর্থ। ‘ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প’র আওতায় ৪৮২টি উপজেলা ডাকঘরে এবং ৬৫টি জেলা ডাকঘরের জন্য একটি করে সার্ভার কেনার কথা ছিল। বিভিন্ন ক্যাটাগরিতে ৫৩০টির মতো সার্ভার কেনার কথা। কিন্তু সার্ভার না কিনেই প্রকল্পের আওতায় ‘খরচ’ দেখানো হয়েছিল ১১০ কোটি টাকা। এভাবে নয়-ছয় করে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা ‘নাই’ করে দেন হাসিনা সরকারের লুটপাটতন্ত্রের অন্যতম সহযোগী ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং সহকারী প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল